জয়ী ঘোষণার পর ফের বিজেপি প্রার্থীদের হারিয়ে দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। এনিয়ে সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। এমনকী বিজেপির জয়ী প্রার্থীদের সিল ছাড়া শংসাপত্র দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Post Poll Violence In West Bengal : ভোট পরবর্তী হিংসায় হাসনাবাদে ব্যাপক বোমাবাজি, চাকুলিয়ায় সরকারি বাসে ভাঙচুর
গেরুয়া শিবিরের অভিযোগ, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে বিজেপিকে ১৫টি ও তৃণমূলকে ৭ টি আসনে জয়ী ঘোষণা করা হয়। পরে দেখা যায় বিজেপি ও তৃণমূলকে সমান সমান করে দেখানো হয়েছে। এই অভিযোগ তুলে সরব হয় বিজেপি। জেলা প্রশাসন ও তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে এদিন বিকেলে বালুরঘাটে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে এনিয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণার সঙ্গে দেখা করেন সুকান্ত।

Dakhin Dinajpur Panchayat Election:’ছাপ্পা হোক, মুক্তি দিন’, BJP সভাপতির কাছে আত্মসমর্পণ ‘প্রহৃত’ পুলিশকর্মীর
জানা গিয়েছে, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর ও ১২ নম্বর বুথেক দুই প্রার্থী মুক্তি মার্ডি ও শম্পা পাহানকে প্রথমে জয়ী ঘোষণা করা হয়। পরে জানানো হয় যে তারা হেরে গিয়েছেন। গণনা নিয়ে একাধিক অভিযোগ ওঠেন। ব্যালট পাওযা যাচ্ছে না, হিসেব মিলছে না সহ একাধিক অজুহাত তুলে্ প্রার্থীদের হারিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনে তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশা দেওয়া হয়েছে।

জেলাশাসকের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘জেলাশাসককে গোটা বিষটি খুলে জানানো হয়েছে। অনেক সহজ সরল মহিলাই বিজেপির হয়ে জীবনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের আগের কোনও অভিজ্ঞতা নেই। তাঁদের একবার জিতে গিয়েছে বলার পর ফের পরাজয়ের কথা বলা হয়েছে। কথা বলে বুঝলাম জেলাশাসকের হাতেও খুব বেশি কিছু একটা নেই। দরকার হলে আমার আদালতের দ্বারস্থ হব। প্রশাসনের বেশ কিছু আধিকারিক যুক্ত, তাঁরা এই কাজ করছেন। এখানে গণনাও দেরি করে শুরু করা হয়েছে। ১০০ মিটারের মধ্যেও তৃণমূলের লোকেরা জমায়েত করে রয়েছে।’

West Bengal Panchayat Election 2023 : পালানো ছেড়ে প্রতিরোধ, নয়া ট্রেন্ড বিরোধীর
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সন্ত্রাস দেখেছিল বঙ্গবাসী। ভোটের দিন বাইরে বেরিয়ে মৃত্যু হয়েছে অনেকের। হিংসা থেকে বাদ যায়নি পঞ্চায়েত নির্বাচনের গণনাও। বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছে বিরোধীরা। বালুরঘাটের এই অভিযোগ ঘিরে ফের নতুন করে শুরু হল চর্চা, এমনটাই মত রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version