রামপুরহাট থেকে রেফার হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাওয়ার সময় ঘটল মারাত্মক বিপত্তি। একটি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়কের ভাতারের নতুনগ্রাম এলাকায়। ভাতারের নতুনগ্রাম সংলগ্ন এলাকায় আসতেই বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তার পাশে উলটে যায় অ্যাম্বুল্যান্সটি।

দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সে থাকা রোগী সহ মৃত্যু হয় সাইকেল ও বাইক আরোহীর। মৃতরা হলেন অ্যাম্বুল্যান্সে থাকা রোগী অনন্ত লেট (৭০), সাইকেল আরোহী তাপস ঘোষ (২৬) এবং বাইক আরোহী আব্দুল রহিম (৩০)। স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশ মৃত ও আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

Raiganj Panchayat Result : মেয়ে নির্দল প্রার্থী হওয়ায় গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা! চোপড়ার বিধায়কের উপর পুলিশের লাঠিচার্জ
অ্যাম্বুল্যান্সের আরোহী তথা মৃতের ছেলে পার্থ লেট বলেন, ‘বাবাকে নিয়ে আমরা দুই ভাই এবং ভাইপো বর্ধমানে আসছিলাম। বাবার শ্বাসকষ্ট ছিল। রামপুরহাট হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছিল বাবাকে। বর্ধমান আনার সময় এই দুর্ঘটনা ঘটে। আমরা সকলেই আহত হয়েছি। কিন্তু বাবাকে বাঁচানো গেল না। হঠাৎ করে কি হয়ে গেল বুঝতে পারছি না।’

Howrah Panchayat Result : তৃণমূলের বিজয় মিছিলে পাথর বৃষ্টির অভিযোগ! ভাঙল অ্যাম্বুল্যান্সের কাঁচ, উত্তপ্ত ডোমজুড়
এই ঘটনায় অ্যাম্বুল্যান্স চালক জয়নাল আবেদিন, অনন্ত লেটের দুই ছেলে ও ভাইপো আহত হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। সাইকেল আরোহীর আত্মীয় অঙ্কুশ ঘোষ বলেন, ‘তাপস সাইকেল নিয়ে নিজের পোলট্রি ফার্মে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় একজন আমাদের খবর দেন। তারপরেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই।’

Uttar Dinajpur Panchayat Result : ভোটগণনার পরও উত্তপ্ত বাংলা, রায়গঞ্জে তৃণমূল-নির্দল সংঘর্ষে জখম ১০
এই দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অ্যাম্বুল্যান্সটি বেশ গতিতে এসেই প্রথমে সাইকেল আরোহী তারপর সামনে থাকা একটি বাইককে সজোরে ধাক্কা মারে। এই ঘটনার অভিঘাতে সাইকেলে ও বাইকে থাকা দুই ব্যক্তি এদিক ওদিক ছিটকে পড়েন। আর অ্যাম্বুল্যান্সটি রাস্তার ধারে উলটে যায়। আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিই, আর পুলিশ আসার আগেই উদ্ধারকাজ শুরু করি। কিন্তু ওই ৩ জন কে দেখেই বুঝতে পারি যে তাঁরা প্রাণ হারিয়েছেন।’

Nadia Panchayat Results : পঞ্চায়েত ভোটে জিতেছে বোন, আনন্দে বাজনা আনতে গিয়ে মৃত দাদা! নদিয়ায় শোকের ছায়া
ঘটনায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। তড়িঘড়ি ভাতার থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় মানুষজন জাতীয় সড়কের নতুনগ্রামে স্পিড ব্রেকারের দাবি জানান। পুলিশের আশ্বাসে শান্ত হয় উত্তেজিত জনতা। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে উদ্ধার করে। পুলিশ জানাচ্ছে, ঘাতক অ্যাম্বুল্যান্সটিকে আটক করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version