বৃহস্পতিবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলা BJP কার্যালয়ে এসে আশ্রয় নিলেন একাধিক দলীয় কর্মী। গত ১১ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা আয়োজিত হয়। অভিযোগ, সেদিন থেকেই রাজ্যের জায়গায় জায়গায় BJP কর্মীদের উপর আক্রমণ নেমে আসে। আলিপুরদুয়ার জেলাও সেটা থেকে বাদ যায়নি। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিরোধী দলকে ছাপিয়ে গিয়ে ১৮টি জেলা পরিষদ দখল করে শাসক দল। ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫৫টি দখল করে তৃণমূল। রাজ্যের প্রধান বিরোধী দল BJP-র হাতে আসে মাত্র ৩ টি গ্রাম পঞ্চায়েত।

Hiran Chatterjee : ‘BJP-র জয়ী প্রার্থীদের বাড়িতে তৃণমূলের হুমকি’, চাঞ্চল্যকর অভিযোগ হিরনের
পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও সিংহভাগ আসন হাতে আসে শাসক দলের। অভিযোগ, এরপর থেকেই BJP-র জয়ী প্রার্থীদের শাসক দলে যোগ দিতে চাপ দিতে শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা। বারংবার বাড়িতে এসে তাঁদের তৃণমূলে যোগ দিতে হুমকি দেওয়া হয়। এমনকি শাসক দলে যোগ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ BJP-র। এমন অবস্থায় নিজেদের প্রাণ সংশয়ের আশঙ্কা করে অবশেষে জেলা কার্যালয়ে আশ্রয় নিলেন প্রায় ১৫ জন BJP কর্মী। কোলে শিশু নিয়ে বেশ কয়েকজন মহিলা কর্মীকেও লক্ষ্য করা গেল যারা BJP কার্যালয়ে। জেলা কার্যালয়ে আশ্রয় নেওয়ার পরেও আতঙ্ক পিছু ছাড়েনি BJP কর্মীদের।

Post Poll Violence : BJP-র পোলিং এজেন্টের বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা, উত্তেজনা বনগাঁয়
সংবাদমাধ্যমের কর্মীদের সামনে আসতেও ইতস্তত বোধ করছেন তাঁরা। জানা গিয়েছে, দলীয় কার্যালয়ে আশ্রয় নেওয়া BJP কর্মীদের সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা নেতৃত্ব। থাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই করা হয়েছে তাদের জন্য। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা BJP-র সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, ‘গোটা পঞ্চায়েত নির্বাচন চলাকালীন শাসক দলের দুষ্কৃতীরা যেভাবে আমাদের দলের কর্মীদের উপর চাপ সৃষ্টি করেছে এবং প্রশাসনিক সহযোগিতায় হুমকি ও ধমকি দিয়েছে তাতে আমাদের দলীয় কর্মীরা আতঙ্কে রয়েছেন।

Bengal Panchayat Election Result Live: ৮টা থেকে শুরু গণনা, কড়া নিরাপত্তায় মোড়া গণনাকেন্দ্র
শাসক দলে যোগদান করাতে নানান রকম ভাবে চাপ দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এমনকি তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। ফলে বাধ্য হয়ে আমাদের দলীয় কর্মীরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে জেলা কার্যালয়ে এসে আশ্রয় নিয়েছেন। প্রশাসন সম্পূর্ণ রকম ব্যর্থ। আপাতত আমরা দলীয় কর্মীদের এখানেই রাখার ব্যবস্থা করেছি। দলীয়ভাবে আলোচনা করে প্রশাসনিক কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই দিকে যাব’। যদিও পুলিশ প্রশাসনকে জানিয়ে নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনোরকম সাহায্য মেলেনি বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ওই কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version