পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ওই ওয়ার্ডেরই বাসিন্দা পেশায় শিক্ষক সোমনাথ সর্দারের কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠল। এর জেরে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা ওই শিক্ষকের বাড়িতে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে এই অভিযোগই উঠেছে। অভিযোগ, আচমকাই একদল ছেলে বাড়িতে এসে তাণ্ডব চালায়। সেই সময় সোমনাথ বাবু বাড়িতে ছিলেন না। তিনি দাবি করে বলেন, ‘আমি এখানে নতুন বাড়ি কিনেছি। তাই তৃণমূল কাউন্সিলরের টেবিলে ৫ লাখ টাকা দিতে হবে বলে আমাকে হুমকি দেওয়া হয়েছে’। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব।

WB Post Poll Violence : ‘পুলিশ ভয়ে পালিয়ে গিয়েছে’, BJP প্রার্থীদের উপর হামলার ঘটনায় তোপ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের
উলটে তিনি বলেন, ‘সোমনাথ সর্দার, তাঁর শ্বশুর ও শ্যালিকার আমার থেকে লাখ লাখ টাকা নিয়ে সেটা আর ফেরত দেননি। শুধু তাই নয়, একজন বিধবা মহিলার কাছ থেকে স্থানীয় ক্লাবের নাম করে ৫ লাখ টাকা নিয়েছেন ওই শিক্ষক’। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি তাঁর অনুগামীরা সেই টাকার ভাগ নিতেই গিয়েছিল ওই রাতে সোমনাথ সর্দারের বাড়িতে?

Post Poll Violence in WB : BJP কর্মীদের বাড়িতে তৃণমূলের হামলা! ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাঁকুড়ায়
সোমনাথ সর্দারের বাবা অসুস্থ। তাঁর বাড়িতে সেইসময় সদ্যোজাত সন্তান, পরিবারের আরও অনেকেই ছিলেন। সেইসময় হিমাংশু বাবুর অনুগামীরা এসে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি খড়দহ থানায় জানানো হয়েছে। পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করবে বলে জানা যায়।

West Bengal Panchayat Election Post Poll Violence : টাঙির কোপ-বোমাবাজি-গুলি থেকে জয়ী প্রার্থীকে মারধর, ভোটের পরেও রক্তে লাল বাংলা
খড়দহ থানার পুলিশ তদন্ত করে দেখছে এবং সোমনাথ সর্দারকে থানায় যাওয়ার কথাও জানিয়েছে। অন্যদিকে উত্তর কলকাতা শহরতলি জেলা BJP-র সহ-সভাপতি কৌশিক চট্টোপাধ্যায় বলেন, ‘এই ঘটনা নতুন নয়, গোটা রাজ্যজুড়েই এমন চলছে। মানুষকে ভীতসন্ত্রস্ত করে রাখার চেষ্টা চলছে।

WB Panchayat Election Violence : শান্তিপুরে ব্যাপক বোমাবাজি, এলাকায় শান্তি ফেরাতে টহল কেন্দ্রীয় বাহিনীর
সাধারণ মানুষ যেন ভয় না পেয়ে প্রতিবাদ করেন। রাস্তায় বেড়িয়ে এসে সকলে একসঙ্গে প্রতিবাদ জানান’। পাশাপাশি তিনি দাবি করে বলেন, ‘হিমাংশু দেব যদি এই অভিযোগ অস্বীকার করেন, তাহলে সোমনাথ সর্দার কোথা থেকে কত টাকা নিয়েছেন বা কে কি বলছে তিনি কি করে জানলেন? যদি তর্কের খাতিরে মেনেই নিলাম হিমাংশু যা বলছেন তা সত্য।

কিন্ত তাহলেও কি কাণ্ড করেছে ওনার বাড়িতে গিয়ে? তাঁর অসুস্থ বাবা। ৭-১০ দিনের বাচ্চা তখন ঘরে। সেখানে গিয়ে হিমাংশু দেবের ছেলেরা হুমকি, চিৎকার করে এসেছে, এই কাজ কি কারোর অধিকারের মধ্যে পড়ে? এখানেই পরিষ্কার এই ঘটনায় হিমাংশু দেবের মদত আছে। সত্যটা পুলিশ প্রশাসন বের করবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version