জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘মোহনবাগান দিবস’ (Mohun Bagan Day) উপলক্ষে ২৯ জুলাই ক্লাব তাঁবুতে জমজমাট অনুষ্ঠান, গত কয়েক বছর ধরেই সমর্থকদের অন্যতম আকর্ষণ। আর এবার সেই অনুষ্ঠান একদিনের নয়, হবে দু’দিন ধরে। অর্থাৎ, ২৯ জুলাইয়ের পাশাপাশি অনুষ্ঠান হবে ৩০ জুলাইও। এমনটাই জানিয়ে দিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta)। ২৯ জুলাই দুপুর ১২:৩০   মিনিট থেকে শুরু হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ফুটবল ম্যাচ। দুপুর ৩:৩০ মিনিটে সুব্রত ভট্টাচার্যের (Subrata Bhattacharya) আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’ আত্মপ্রকাশ করবে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, এবছরও মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন ‘অমর একাদশ’-এর (Amor Ekadosh) সদস্যদের উত্তরসূরিরা। গতবার থেকেই তাঁদের মঞ্চে রাখা শুরু হয়েছে। পাশাপাশি ফুটবল, ক্রিকেট আর হকিতে সাফল্যের আবহে এবার মোহনবাগান দিবসের অনুষ্ঠানে আরও বেশি সমর্থক যোগ দেবেন বলে মনে করছেন ক্লাব কর্তারা।

৩০ জুলাই বিকেল ৫টা থেকে ৬:১৫ মিনিট পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন লোপামুদ্রা মিত্র। সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৪৫ পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। রাত ৮:০০টা থেকে সঙ্গীত পরিবেশন করবেন বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন: East Bengal: ব্যারিকেড ভেঙে পুলিসকে ৪-২ গোলে হারিয়ে লিগ জমিয়ে দিল ইস্টবেঙ্গল

আরও পড়ুন: Igor Stimac And Narendra Modi: লক্ষ্য এশিয়ান গেমস, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখে ট্যুইট করলেন সুনীলদের হেড স্যর

সবুজ-মেরুনের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’ এবার পাবেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। ‘জীবনকৃতি সম্মান’ পাবেন সবুজ-মেরুনের প্রাক্তন ফুটবলার শংকর বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ফুটবলার হিসাবে ‘শিবদাস ভাদুড়ি পুরস্কার’ পাবেন দলকে আইএসএল জেতানো গোলকিপার বিশাল কাইথ। দিমিত্রি পেত্রাতোস বর্ষসেরা ফরোয়ার্ড হিসাবে পাবেন ‘সুভাষ ভৌমিক পুরস্কার’। 

বর্ষসেরা ক্রিকেটার ‘অরুণলাল পুরস্কার’ নির্বাচিত হয়েছেন অর্ণব নন্দী। অ্যাথলেটিক্সে বর্ষসেরা হওয়া মোহর মুখোপাধ্যায় পাবেন ‘প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার’। যুব বিভাগে বছরের সেরা ফুটবলার ইংসন সিং। কলকাতা হকি লিগে প্রত্যাবর্তনেই সবুজ-মেরুনকে লিগ চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর নীতিশ নুপানে মনোনীত হয়েছেন হকির বর্ষসেরা ক্রীড়াবিদ হিসাবে। তিনি পাবেন ‘কেশব দত্ত পুরস্কার’। এছাড়া বর্ষসেরা ক্রীড়া কর্তা হিসাবে ‘অঞ্জন মিত্র পুরস্কার’ দেওয়া পাচ্ছেন ইউনাইটেড স্পোর্টসের শীর্ষ কর্তা নবাব ভট্টাচার্য। বর্ষসেরা সাংবাদিক , ‘মতি নন্দী পুরস্কার’ জয়ন্ত চক্রবর্তীকে দেওয়া হবে। প্রয়াত সমর্থক উমাকান্ত পালোধির নামাঙ্কিত সেরা সমর্থকের পুরস্কার প্রথম বছর পাবেন শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version