পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চরম বিবাদ দেখা দিল দুটি পরিবারের মধ্যে। আর সেই বিবাদই চেহারা নিল সংঘর্ষের। ওই সংঘর্ষে জখম হয়েছেন দু’পক্ষের কমপক্ষে আট জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অদ্বৈতবাটি গ্রামে। সংঘর্ষে জখম বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় গোগড়া হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচন মিটতেই বাঁকুড়ার কোতুলপুর থানার অদ্বৈতবাটি গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণকারী ঠিকাদার সংস্থা রাস্তা ঢালাইয়ের জন্য রাস্তার উপর প্লাস্টিক সিট বিছিয়ে দেয়।

Uttar Dinajpur Panchayat Result : ভোটগণনার পরও উত্তপ্ত বাংলা, রায়গঞ্জে তৃণমূল-নির্দল সংঘর্ষে জখম ১০
সেই প্লাস্টিক সিট কেউ বা কারা উঠিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় গ্রামের দুটি পরিবার। অভিযোগ সেই বিবাদ কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষের চেহারা নেয়। লাঠি সোঁটা, শাবল নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর আক্রমণ করে। সংঘর্ষে জখম হন দু’পক্ষের কমপক্ষে আট জন। এর মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। আহতদের কয়েকজনের আঘাত গুরুতর থাকায় তাঁদের স্থানীয় গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’পক্ষই কোতুলপুর থানার দ্বারস্থ হয়েছে। দু’পক্ষই একে অপর পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।

Uttar Dinajpur Panchayat Election Result 2023 : ভোট গণনার মধ্যেই চলল গুলি! ফলপ্রকাশ হতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
এই বিষয়ে আব্দুল রহমান খাঁ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার স্ত্রী, ছেলে ও বৌমাকে মারধর করা হয়েছে। তাঁদের সবার আঘাত গুরুতর। আমাদের পরিবারের নামে মিথ্যে অভিযোগ করা হয় যে আমরা নাকি প্লাস্টিক সিট তুলে নিয়েছি। এই বিষয়ে ঠিকাদার এসে এলাকার লোকদের জিজ্ঞাসাবাদ করতেই ওই পরিবারের লোকজন আমাদের নাম নেয়।

WB Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা অব্যাহত! বাসন্তীতে RSP কর্মীর বাড়িতে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমরা এই মিথ্যে অভিযোগের প্রতিবাদ করি। কারণ আমরা ওখান থেকে কিছুই সরাইনি। আর প্রতিবাদ করতেই ওই পরিবারের সদস্যরা লাঠি, বল্লম নিয়ে আমাদের ওপর তেড়ে এসে মারধর করে। আমরাও প্রতিহত করি তাঁদের’।

Malda Panchayat Election Result 2023 : পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ জোটের সমর্থকের বিরুদ্ধে
এদিকে, যাদের দিকে অভিযোগের আঙুল, সেই পরিবারের এক সদস্যা শুবানারা বিবি বলেছেন, ‘সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা কোনও হামলা চালাইনি। বরং আব্দুল রহমান খাঁয়ের পরিবারের সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। বাদানুবাদ চলতে চলতেই আমাদেরকে আক্রমণ করে।

Dakshin 24 Pargana Violence : ‘বদলাপুর’ দক্ষিণ ২৪ পরগনা! ভাঙড়-ক্যানিং-বিষ্ণুপুরে খুন ৩ তৃণমূলকর্মী
এই ঘটনায় আমার শাশুড়ি সহ আমার ননদ ও আমার নাবালক ছেলে আহত হয়েছে’। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাস্তা তৈরি বন্ধ ছিল। আর ফের কাজ শুরু হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ দেখল কোতুলপুর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version