মণিপুর থেকে মাদক এনে কোচবিহার সীমান্ত পার করে বাংলায় মাদক পাচারের চেষ্টা। STF -এর হাতে গ্রেফতার এক দম্পতি। প্রায় ৪০০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে বলে সূত্রে খবর। কোচবিহার এসটিএফ-এর হাতেনাতে ধরা পড়ে ওই দুই পাচারকারী। কোথায় এবং কার কাছে এই মাদক পাচার করা হচ্ছিল, সে ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

Udayan Guha to Nistith Pramanik : গাঁজা পাচারকারীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ছবি! উদয়নের অভিযোগ ঘিরে বিতর্ক
পুলিশ সূত্রে খবর, রাজ্য এস টি এফ এর জালে এবার চার হাজার নিষিদ্ধ মাদক ট্যাবলেট ‘ইয়াবা’সহ গ্রেফতার এক দম্পতি। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানা থেকে গ্রেফতার করা হয় তাদের। বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা বলে জানা গিয়েছে।

Snake Venom Smuggling : বাজার মূল্য প্রায় ১২ কোটি! হিলি সীমান্ত থেকে বিষ ভর্তি জার উদ্ধার করল BSF
STF সূত্রে খবর, গোপন সূত্র খবর পেয়ে এদিন অভিযান চালায় একটি টিম। এসটিএফের শিলিগুড়ি শাখার একটি টিম অভিযান শুরু করে। এরপর কোচবিহার জেলার পুন্ডিবারি এলাকা থেকে ওই দম্পতিকে হাতেনাতে ধরা হয়। দম্পতির নাম রফিকুল ইসলাম এবং রুমা দেবী। ওই দম্পতির কাছে একটি নয় মাসের সন্তান ছিল বলেও জানা গিয়েছে।

Cattle Smuggling Case : গোরু নিয়ে কাঁটাতার পেরনোর চেষ্টা, BSF-এর গুলিতে আহত পাচারকারী
দম্পতির তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যার মধ্যে থেকে পাওয়া যায় প্রায় ৪১৭ গ্রাম ইয়াবা ট্যাবলেট। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এরপর জিজ্ঞাসাবাদের সময় এই মাদক দ্রব্য পাচারের বিষয়টি জানায় ওই দম্পতি। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, মণিপুর থেকে এই মাদক দ্রব্য নিয়ে আসা হচ্ছিল। এরপর কোচবিহার সীমান্ত পার করে সেগুলিকে আলিপুরদুয়ার জেলায় পাচার করার চেষ্টা করছিলেন ওই দম্পতি।

Alipurduar Drug Smuggling : গোপনসূত্রে খবর পেয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার

পুন্ডিবারি থানায় ওই দম্পতির নামে এনডিপিএস আইন অনুসারে অভিযোগ দায়ের করা হয়েছে। কোন চক্রের কাছ থেকে ওই মাদক দ্রব্য আনা হয়েছিল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি, বঙ্গে আলিপুরদুয়ারের কোথায় এবং কার কাছে ওই মাদক পাচার করা হচ্ছিল সে সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে। এর পিছনে কোনও বড় পাচার চক্রের সংযোগ রয়েছে কিনা তাও ঘেঁটে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কোচবিহার সীমান্ত দিয়ে মাদক পাচারের ঘটনা নতুন নয়। STF অবৈধ জিনিস পাচার রুখতে লাগাতার অভিযান চালিয়ে আসছে। কোচবিহার সীমান্ত ব্যাবহার করে আন্তঃ রাজ্য পাচার চক্র দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে ওই এলাকায়। তবে শিশু সহ এক দম্পতিকে এরকম পাচারের কাজে যুক্ত হতে দেখে কিছুটা অবাক তদন্তকারী অধিকারীকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version