Left Front Win in Panchayat Election: নীল আকাশে লাল আবিরের ছটা উড়িয়ে দীর্ঘ কুড়ি বছর পর বিজয় মিছিল করল বামেরা। রবিবার বহু বছর পর বামেদের বিজয় মিছিলের সাক্ষী থাকল হুগলির কোদালিয়া। এই কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতে এই বছরের নির্বাচনে দুটি আসনে জয়লাভ করে বামফ্রন্ট।কোদালিয়া ২ পঞ্চায়েতের ১২০ নম্বর বুথ তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত।সেই ঘাঁটি এবারের ভেঙে দেয় সিপিআইএম এর তরুণ প্রার্থী শুভঙ্কর রাহা। এর আগে ২০০৩ সালে শেষ বারের মত এই বুথ বামেরা জিতেছিল।

Nadia News Today : পুরভোটেও নিজেদের গড় ধরে রেখেছিল বামেরা, সেই তাহেরপুরে পঞ্চায়েতে ফল কেমন জানেন?

অন্যান্য বছরের তুলনায় এ বছর নতুন উদ্দীপনায় লড়তে দেখা যায় বাম শিবিরকে। গত বিধানসভায় একাধিক তরুণ যুবক যুবতীকে প্রার্থী করেছিল বাম শিবির। এবারের পঞ্চায়েত ভোটেও সেই তরুণ ব্রিগেডের উপরেই ভরসা রাখে বামেরা। কোভিডের সময় বামেদের রেড ভলান্টিয়ারদের কৃতিত্ব প্রতি নির্বাচনেই আলোচনা হয়ে আসছে। এবার বামেদের তরুণ ব্রিগেড প্রচারেও লড়িয়ে দিয়েছিলেন জান-প্রাণ। এলাকার একাধিক সমস্যাকে হাতিয়ার করে ভোটের লড়াইয়ে নেমেছিল শুভঙ্কর। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন করতে বাড়ি বাড়ি গিয়েছিলেন তিনি। ভোট বাক্সে তার প্রভাব দেখা যার ৮ জুলাই। ১১ তারিখ ফলাফল ঘোষণা হতেই বোঝা যায় তৃণমূল স্তরে এই প্রচারের কতটা প্রভাব পড়েছে ।বিপুল ভোটে জয়ী হয় বাম প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনের ফল বেরনোর ১১ দিন পর রবিবার অর্থাৎ এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে নিজের বুথে বিজয় মিছিল করে। নীল আকাশে লাল আবিরের ছটা উড়িয়ে এলাকা প্রদক্ষিণ করে বাম কর্মীরা।

Panchayat Election 2023: ভোটের পরে প্রার্থী ‘ভ্যানিশ’! ব্যাপক চাঞ্চল্য বর্ধমানের জামালপুরে

গোটা বাংলায় সবুজ ঝড়ের মধ্যে যে হাতে গোণা কয়েক জায়গায় উড়েছে লাল পতাকা, তার মধ্যে কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েত একটি। এমন কৃতিত্ব যার, সেই জয়ী বাম প্রার্থী শুভঙ্কর বলেন, ‘গতবার যারা বোর্ড গঠন করেছিলেন তারা কাজ করেনি, সেই কাজ করার চেষ্টা করব। একশো কুড়ি নম্বর থেকে আমি একা জয়লাভ করেছি। আমার একা জয়লাভকে এবার ১০০ করতে হবে। মানুষের জন্য কাজ করব, গ্রামীণ সমস্যার সমাধান করতে হবে। জল নিকাশি ব্যবস্থা করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। PHE প্রকল্পের জন্য যে টাকা নেওয়া হয়েছে সেই সমস্যার সমাধান, গরিব মানুষ যারা বাড়ি পাচ্ছেন না, তারা যাদের বাড়ি পায় তার ব্যবস্থা করতে হবে।’ জয়ী হওয়ার পর এখন এলাকাবাসীর একমাত্র উন্নয়নের কাজই শুভঙ্করের চিন্তা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version