আরও এক ধাপ এগিয়ে গেল নোয়াপাড়া-বারাসত ভায়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ। সম্প্রতি ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাঁকড়া মোড়ে একটি চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করেছে মেট্রো রেল। একটা ২৪ ঘণ্টা ধরে কাজ চালিয়ে সেটি সম্পন্ন করা হয়েছে।

এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, শহরের বিভিন্ন মেট্রো প্রকল্প নির্মাণ কাজ পুরোদমে চলছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডি লাগাতার বিভিন্ন মেট্রো প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং সেগুলি দ্রুত সমাপ্তির জন্য ব্যক্তিগতভাবে প্রকল্পস্থলগুলি পরিদর্শন করছেন।

Joka Esplanade metro : কলকাতা লিগের মাঝেই বড় খবর, জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজে অস্থায়ীভাবে বন্ধ ময়দানের ৫ ক্লাব
তিনি আরও জানান, নোয়াপাড়া-বারাসাত ভায়া বিমানবন্দর প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ চব্বিশ ঘণ্টা চলছে। যদিও প্রোজেক্ট এলাকার কিছু সমস্যা রয়েছ, যেমন বিমানবন্দর কর্তৃপক্ষের জমি হস্তান্তরে বিলম্ব, এয়ার ফানেল জোনে উচ্চতার সীমাবদ্ধতা, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কর্পোরেশন লিমিটেডের ৩৩ কেভিএ তারের স্থানান্তর এবং ১২ নম্বর জাতীয় সড়কের ট্রাফিক ডাইভারশান। ফলে প্রকল্পে অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে নিউ ব্যারাকপুর পর্যন্ত কাজ চলছে। একইসঙ্গে তিনি জানান, গত ১৯ তারিখ ১২ নম্বর জাতীয় সড়কের কাছে জনাকীর্ণ বাঁকড়া মোড়ে পাইল ঢালাইয়ের একটি চ্যালেঞ্জিং কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পাইলটি ঢালাই করার জন্য, ৩৫ মিটার উঁচু হাইড্রোলিক রিগের সাহায্যে প্রথমে ৫৫ মিটার গভীর বোরিং করা হয়। এরপর ২.২১ মেট্রিক টন রিইনফোর্সমেন্ট খাঁচা নামানো হয় এবং ৩৫ মিটার উঁচু ক্রেনের সাহায্যে ১.২ মিটার ব্যাস এবং ৫৫ মিটার গভীর স্তূপটি নির্মাণের জন্য ৪৪ ঘনমিটার কংক্রিট ঢালাই করা হয়। কাজটি ১৮ তারিখ সকাল ১০টায় শুরু হয় এবং ১৯ তারিখ ১০টায় শেষ হয়।

Kolkata Airport Metro: বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ সম্পূর্ণ, দ্রুত গতিতে এগোচ্ছে নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডরের কাজ
মেট্রোর মুখ্যজনসংযোগ আধিকারিক জানাচ্ছেন, অত্যন্ত ব্যস্ত বাঁকড়া মোড়ে এই পাইল নির্মাণ ছিল খুবই চ্যালেঞ্জিং। তবে সূক্ষ্ম পরিকল্পনা, প্রয়োজনীয় প্ল্যান্ট এবং যন্ত্রপাতি মাধ্যমে এটি সুচারুভাবে সম্পন্ন হয়েছে। পাশাপশি পুরো নির্মাণ কাজের সময় ব্যস্ত জাতীয় সড়কের যান চলাচল মসৃণ রাখার জন্য ট্র্যাফিক মার্শালদের মোতায়েন করা হয়। এই প্রকল্প বিমানবন্দরের যোগাযোগকে আরও সহজ করে তুলবে।

Kolkata Metro: মাঝেরহাট মেট্রোয় চলছে শেষ পর্যায়ের কাজ, পুজোর আগেই চালু হবে এই স্টেশন?
প্রসঙ্গত, শহর কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় একসঙ্গে চলছে একাধিক মেট্রো প্রকল্পের কাজ। একদিকে যেমন চলছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, অন্যদিকে তেমনই দ্রুততার সঙ্গে এগোচ্ছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজও। শহরজুড়ে মেট্রো-জাল যত বাড়বে ততই যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে মত সাধারণ মানুষের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version