মঙ্গলবার সকালে দুঃসংবাদ। প্রয়াত ধূপগুড়ির BJP বিধায়ক বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন বিধায়কের ছেলে। তাঁর সঙ্গে উপস্থিত BJP বিধায়ক শঙ্কর ঘোষও একই অভিযোগ আনেন।

উত্তরবঙ্গ থেকে রবিবারই কলকাতায় এসেছিলেন BJP বিধায়ক। সোমবার থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে যোগ দেওয়াই ছিল তাঁর মূল উদ্দেশ্য। কিন্তু কলকাতায় পৌঁছনোর পরই শারীরিক অস্থিরতা অনুভব করেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা হতে থাকে। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান, তাঁর ফুসফুস ও পাঁজরের মাঝে বাতাস জমে যাওয়ার সমস্যা রয়েছে। সমস্যার সমাধানে তাঁর অস্ত্রোপচার করা হয়।

Bishnu Pada Ray Death: বিধানসভা অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ, জীবনাবসান বিধায়ক বিষ্ণুপদ রায়ের

এ পর্যন্ত সব ঠিকই ছিল। জলপাইগুড়ির ধূপগুড়ির BJP বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর এসএসকেএম-এর ব্যবস্থাপনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করে তাঁর পরিবার। মৃতের ছেলে হাসপাতালের পরিষেবা বিস্ফোরক অভিযোগ করেন। বিধায়কের পরিবারের তরফে অভিযোগ, অপারেশনের পর আইটিইউ-তে ছিলেন তিনি। মাঝরাতে বেডে শুয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলেন BJP বিধায়ক। তাঁকে ন্যূনতম চাদর বা কম্বলও কেউ দেয়নি। এমনকী ঠান্ডা লাগছে যে সে বিষয়টিও খেয়াল করা হয়নি। পরে পরিবারের তরফে অভিযোগ জানানো হলে চিকিৎসাধীন বিষ্ণুপদ রায়ের জন্য একটি চাদর এনে দেওয়া হয়। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Panchayat Ballot: ‘ব্যালটে পেট ভর্তি?’ ডিনার না করায় দলের অন্দরেই ঠাট্টা! মুখ খুললেন অশোকনগরের বিধায়ক

এখানেই শেষ নয়, বিষ্ণুপদ রায়ের ছেলে জানিয়েছেন, রাতে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েছিল বিধায়ককে। সেসময় স্ট্রেচার ঠেলে নিয়ে যাওয়ারও লোক পাওয়া যায়নি। পরিবারের আত্মীয়রাই স্ট্রেচার ঠেলে নিয়ে যান উডবার্ন ব্লকে স্ক্যান করাতে। একজন বিধায়কের এমন হাল হলে সাধারণ মানুষের কী অবস্থা হয় তা সহজেই অনুমেয় বলে কটাক্ষ করেন প্রয়াত BJP বিধায়কের পরিবার।

Bankura News Today : ‘…ইনস্যুরেন্স করিয়ে আসবেন’, TMC-র বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি BJP বিধায়কের

এই অভিযোগের সমর্থন জানিয়ে BJP বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘এবারে যা অভিজ্ঞতা হল, তা নিয়ে আমরা কোনও সরকারিভাবে অভিযোগ জানাচ্ছি না ঠিকই। কিন্তু, এরপর নিজের পরিচিত কাউকে এই হাসপাতালে আনব কিনা ভাবব।’ এই প্রসঙ্গে তিনি মাসখানেক আগে শাসকদলের বিধায়ক মদন মিত্রের সঙ্গে এক রোগীকে ভর্তি করানো নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গণ্ডগোলের বিষয়টির প্রসঙ্গে টেনে আনেন। তিনি বলেন, সেদিন মদন মিত্র যে কারণ নিয়ে গলা তুলেছিলেন, সেই কারণ আবারও সামনে এল। এর আগেও বিভিন্ন সময় এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ সামনে এসেছে। BJP বিধায়কের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version