দীর্ঘদিন ধরে সংস্কার চলার ফলে অতিষ্ঠ হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। দীর্ঘ সময় বিক্ষোভ চলল। আর সেই কারণে অবরুদ্ধ হয়ে পড়ল যান চলাচল। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে এল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণনগর ভাতজাংলা পালপাড়া মোড়ে। ইতিমধ্যেই ন্যাশনাল হাইওয়ের রাস্তা সংস্কারের কাজ চলছে। ফোর লেনের কাজ চলার ফলে এলাকার সাধারণ বাসিন্দাদের পারাপার করতে সমস্যায় পড়তে হচ্ছে। যেখানে রাস্তা পার হতে সময় লাগে এক মিনিট সেখানে রাস্তা পারাপার হতে যেতে হচ্ছে ঘুরপথে। এক থেকে দুই কিলোমিটার ঘুরে পারাপার করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে।

Berhampore Bypass Bridge : উত্তরবঙ্গে যাওয়া এখন আরও সহজ! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সচল বহরমপুর বাইপাস
এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়ক সংস্করণ আধিকারিকদের সঙ্গে বসতে চাইলেও তাঁরা বৈঠকে বসেননি। যার ফলে বাধ্য হয়ে আজ এপার ওপার সমস্ত হাই রোডের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করলেন এলাকার বাসিন্দারা। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। তবে প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ এসে অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকার মানুষ। যদিও দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দেন কৃষ্ণনগর ভাতজাংলা পালপাড়া মোড় এলাকার সাধারণ মানুষেরা।

Bankura News : শাসক-বিরোধী দ্বন্দ্বে গ্রামে থমকে রাস্তার কাজ! ঝুড়ি-কোদাল হাতে মেরামতিতে সামিল গ্রামবাসীরা
তাঁদের একটাই দাবি সাধারণ মানুষের পারাপারের সুব্যবস্থা করতে হবে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই রাস্তা সম্প্রসারণের কাজ আজ থেকে না, বেশ কয়েকমাস ধরে শুরু হয়েছে। কবে যে সম্পূর্ণ হবে কেউ জানে না। এই সমস্যা শুধু আজকের না, নিত্যদিনের।

Kolkata Traffic Update : মঙ্গলে শহর জুড়ে মিছিল, দ্রুত অফিস পৌঁছতে কোন রাস্তা এড়িয়ে যাবেন?
কাজেরও ক্ষতি হচ্ছে। প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। কিন্তু সেখান থেকে জানানো হয়েছে, রাস্তা সম্প্রসারণ হতে সময় লাগবে। আর এই কারণেই নাকাল হচ্ছি আমরা। আগে রাস্তা পার হতে ১ মিনিট লাগত। এখন ঘুরে যেতে হচ্ছে। ১-২ কিলোমিটার ঘুরিয়ে দিয়েছে। আমাদের চলাচলের নির্দিষ্ট রাস্তা করে দেওয়া হোক, এটাই আমাদের দাবি’।

শুধুই স্থানীয়রা না, নিত্য যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই উদাসীনতায় সকলেই ক্ষিপ্ত। গত বছর থেকেই এই জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। অনেক জায়গায় রাস্তা সম্প্রসারণ‌ও করা হচ্ছে। কিন্তু বেশ কিছু জায়গায় শুরু হয়েও থমকে আছে রাস্তা সম্প্রসারণের কাজ। ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version