বরানগরে রক্ষী বাহিনীর এক অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশের দেওয়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ সৌগত রায়। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদের মুখে এই মন্তব্য শোনার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সাংসদ সৌগত রায় বলেন, ‘আমি জানি রক্ষী বাহিনী খুবই সক্রিয় সংগঠন। এলাকায় চুরি ডাকাতি বন্ধ করতে এদের ভূমিকা রয়েছে। করোনার সময়ও এঁদের কাজ এলাকায় চালু ছিল। রক্ষী বাহিনীর অনেক সমর্থক রয়েছে। ছোটো ছোটো ছেলে মেয়েরাও রক্ষী বাহিনীর হয়ে রক্ত দিয়েছে। এটা খুবই ভালো লক্ষণ।’

Bhangar News : এবার আরাবুলের ছেলে হাকিমুলকে নিরাপত্তা রাজ্যের, সর্বক্ষণ সঙ্গে সশস্ত্র নিরাপত্তারক্ষী
তৃণমূলের এই প্রবীণ সাংসদ আরও বলেন, ‘রক্ষী বাহিনী অনেক মহিলা সদস্য রয়েছেন। তাঁরা রাতে পাহারা দেওয়ার কাজ করবেন না। রক্ষী বাহিনীকে শুধু সমর্থন করলেই হবে। এখন সব জায়গায় এই রক্ষী বাহিনী উঠে যাচ্ছে। কেউ আর সময় দিয়ে এসব করতে চায় না। এটা না করলেও আবার উপায় নেই। শুধু পুলিশের উপর নির্ভর করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। আমি আপনাদের শুভেচ্ছা জানাই। যখনই আমাকে ডাকবেন, আমি আপনাদের এখানে আসব।’

Abhishek Banerjee : আরও জোরালো প্রতিবাদ বিজেপির, এবার ডায়মন্ডহারবারেই অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
রক্ষী বাহিনীর তরফে বরানগরের রায়মোহন ব্যানার্জি লেনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল সাংসদ। সেই রক্তদান শিবিরে অনেকেই রক্ত দিয়েছেন। তাঁদের হাতে সম্বর্ধনা তুলে দেন প্রবীণ সাংসদ। তবে সৌগত রায়ের এই মন্তব্য পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম সন্ত্রাস দেখে বঙ্গবাসী। রক্ত ভিজেছে গ্রাম বাংলার রাজপথ। ঝরে গিয়েছে অনেকগুলি প্রাণ। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এমনকী পুলিশ নিরপেক্ষ নয় বলে দাবি করেছে বিরোধীরা। এমনকী পুলিশ ও প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দেদার ছাপ্পা ও কারচুপির অভিযোগ করেছে বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

Kabir Suman: ‘মমতাকে সহ্য করতে পারছেন না অনেকে…’, অপর্ণাদের খোলা চিঠির পালটা জবাব সুমন সহ তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সম্প্রতি এক সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন দমদমের তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে আমাদের ফল অনেটাই ভালো হয়েছে। দুর্নীতির অভিযোগও কোনও প্রভাব ফেলতে পারেনি। অভিষেকে নবজোয়ার যাত্রা সব মুছে ফেলেছে। তবে অভিষেক বলেছিলেন সন্ত্রাস ও রক্তপাতহীন নির্বাচন হবে। এবারের ভোটে সেটা হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। তবে দলের এই ভালো ফলের একমাত্র কৃতিত্ব তৃণমূলের নীচুতলার কর্মীদের।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version