জুতোর মধ্যে বিশেষ চেম্বার বানিয়ে চেষ্টা করা হচ্ছিল সোনা পাচারের। আর সেই সোনা পাচারের আগেই ধরা পড়ল শিলিগুড়িতে। উদ্ধার হল কোটি টাকার উপরে অবৈধ সোনা। উল্লেখ্য, শিলিগুড়িকে করিডর করে বহুদিন ধরেই সোনা পাচারের ঘটনা ঘটছে। কখনও ব্যাগ, আবার কখনও জুতো, বেল্টের মধ্যে সোনা পাচার করা হয়। কখনও আবার গাড়ি, ট্রলির মধ্যে বিশেষ চেম্বার বানিয়ে অবৈধভাবে বিদেশি সোনা পাচার করা হয়।

এদিন ফের একবার অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর বা DRI। NJP স্টেশনে একটি ট্রেন থেকে দুজনকে ধরা হয়। এরপর তাঁদের শিলিগুড়িতে DRI দফতরে নিয়ে আসা হয়। সেখানে তল্লাশি চালাতে গিয়ে ধৃতদের জুতোর সোলের মধ্যে থেকে বেরিয়ে আসে কোটি টাকার সোনা।

Malda News : গয়না চুরির পরে বন্ধকি সংস্থায় রেখে ঋণ দুষ্কৃতীর
উদ্ধার হয় প্রায় ২ কেজি ৩৫৫ গ্রাম সোনা। যার আর্ন্তজাতিক বাজারে মূল্য রয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। আগরতলা রানি কমলাপতি ট্রেন থেকে দুজনকে ধরে DRI। দিল্লিতে পাচারের উদ্দেশ্য ছিল এই সোনা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে DRI সোমবার রাতে নিজামউদ্দিন ও আনসারুল খান নামে দুজনকে গ্রেফতার করে।

NJP স্টেশনে নামিয়ে ধৃতদের শিলিগুড়িতে DRI অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোনা উদ্ধার হতেই তাঁদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। DRI সূত্রে খবর, বাংলাদেশ থেকে এই সোনা আগরতলায় এসেছিল।

Siliguri News : ট্রেনের শৌচাগারে উদ্ধার পাখি-মাছ-কুকুর! ছুটে এল রেল পুলিশ, ব্যাপারটা কী?
সেখান থেকে শিলিগুড়ি, উত্তরপ্রদেশ হয়ে এই বিপুল পরিমাণ সোনা দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেখানে নিয়ে যাওয়ার পর এই সোনা ফের হাত বদল করা হত। তাঁর আগেই DRI আধিকারিকেরা খবর পেয়ে সোনা সহ দুজনকে গ্রেফতার করে। দুজনের জুতোর মধ্যে থেকে ১৬ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।

অন্যদিকে ধৃত দুজনকে এর আগেও DRI ধরেছিল বলে খবর। সোনা পাচার করতে গিয়েই তাঁদের ধরা হয়েছিল। যদিও এই দুজন পরে জামিনে ছাড়া পেয়ে যায় বলে জানা গিয়েছে। তারপর আবার সোনা পাচারের কাজ শুরু করে।

Uttar 24 Parganas: ভয়াবহ ঘটনা! মোবাইল ছিনতাইয়ের পর ২ যুবককে গুলি দুষ্কৃতীর, আশঙ্কাজনক ১
এদিন ফের গ্রেফতার হল তাঁরা। এই বিষয়ে এক DRI আধিকারিক বলেছেন, ‘এবার জামিন অযোগ্য ধারা প্রয়োগ করা হবে চার্জশিটে। কড়া ধারা দেওয়া হবে যাতে এই দুই অভিযুক্ত আর জামিন না পায়।’ কয়েকমাস আগেও NJP স্টেশনে ১০ কিলোগ্রাম অবৈধ সোনা উদ্ধার করে DRI।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version