জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (Indian Premier League, IPL) হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। যদিও বিগত ১৬ বছরে কখনও আরসিবি ট্রফি ছুঁয়ে দেখেনি। আগামী বছর আইপিএলে ছাপ রাখতে মরিয়া আরসিবি (RCB)। দলে বিরাট রদবদল আনল তারা। একই সঙ্গে কোচ মাইক হেসন (Mike Hesson) ও ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস সঞ্জয় বাঙ্গারকে (Sanjay Bangar) ছেঁটে ফেলল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি। আরসিবি প্রধান রাজেশ মেনন (Rajesh Menon) এবার লন্ডনে গিয়ে বিরাট পদক্ষেপ নিলেন। নতুন কোচ হিসেবে নিয়োগ করলেন অ্যান্ডি ফ্লাওয়ারকে (Andy Flower)। বিদেশে গিয়েই রাজেশ অ্যান্ডির সঙ্গে চূড়ান্ত চুক্তি সেরে ফেলেন। তাঁর দলের মাথায় বসালেন বিরাট অভিজ্ঞতা সম্পন্ন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারকে।

আরও পড়ুন: Hardik Pandya | IND vs WI: ‘ছোটরা তো ভুল করবেই’! দোষ দেখছেন না অধিনায়ক, তিলক-মুকেশকে সার্টিফিকেট

‘আরসিবিতে যোগ দিতে পেরে আমি সত্যিই গর্বিত। মাইক হেসন ও সঞ্জর বাঙ্গার, এই দুই কোচের কাজের প্রতি আমি শ্রদ্ধাশীল। আরসিবিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিতে আমি তৈরি। সত্যি বলতে আমি মুখিয়ে আছি ফাফের সঙ্গে রিইউনিয়নের জন্য়। অতীতে একসঙ্গে আমরা দারুণ কাজ করেছি। আমাদের পার্টনারশিপ ও সম্পর্ককে আরও বড় ও আরও ভালো করতে চাই। আমাদের সামনে দারুণ রোস্টার রয়েছে। প্লেয়ারদের সঙ্গে একসঙ্গে কাজ করা যাবে। গুরুদায়িত্বের সঙ্গেই অসাধারণ সুযোগ এসেছে আমার কাছে। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য় আমরা তৈরি। শুরু করার জন্য তর সইছে না।’ অ্য়ান্ডির বায়োডেটা কিন্তু বেশ আকর্ষণীয়। সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটার অতীতে আইএসএলে কাজ করছেন পঞ্জাব ও লখনই ফ্র্যাঞ্চাইজির জন্য়। তাঁকে পাওয়া গিয়েছে পাকিস্তান সুপার লিগেও। 

আরও পড়ুন: Sanju Samson | WI vs IND: ‘ভারতীয় ক্রিকেটার হওয়াই…’! মাঠেই অব্যক্ত বেদনার বিবৃতি সঞ্জুর

সদ্যসমাপ্ত অ্যাশেজে প্য়াট কামিন্সদের সংসারে অতিথি হয়ে এসেছিলেন অ্যান্ডি। অ্যাশেজের প্রথম দু’টি টেস্ট ক্যাঙারুরা জিতে সিরিজে লিড নিয়েছিল। সেখান থেকে প্রত্যাবর্তন করে সিরিজ ২-২ ড্র করেছে ইংল্যান্ড। চতুর্থ টেস্ট বৃষ্টির কারণে অমীমাংসিত না হলে ইংল্যান্ড হয়তো সিরিজ জিততেও পারত।  অ্য়ান্ডি ছিলেন অস্ট্রেলিয়ার পরামর্শদাতা। অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ডের সহকারীর ভূমিকায় ছিলেন তিনি। তিনবারের অ্য়াশেজ জয়ী কোচ হিসেবে নাম জ্বলজ্বল করছে অ্যান্ডির। ইংল্যান্ডের কোচ হিসেবে চারটি অ্যাশেজ সিরিজের দায়িত্বে ছিলেন ফ্লাওয়ার। যার মধ্যে তিনবার ব্রিটিশ বাহিনী ঐতিহ্যের লড়াই জিতেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ফ্লাওয়ার কাজ করেছেন পাঁচ বছর।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version