বিশ্বজিৎ মিত্র: জ্বরে ভুগছিলেন, কমে গিয়েছিল প্লেটলেটও! হাসপাতালে ভর্তি করেও শেষরক্ষা হল না। রাজ্যে ডেঙ্গির বলি আরও ১। প্রাণ গেল সত্তর বছরের এক বৃদ্ধের। আবার সেই নদিয়া।

আরও পড়ুন: আল কায়দা জঙ্গি সন্দেহে গুজরাটে গ্রেফতার বাংলার তিন যুবক

বর্ষা এখন মাঝপথে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, নদিয়ায় ডেঙ্গি পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। রানাঘাট, চাপড়ার জ্বরে ভুগছেন বহু মানুষ। স্রেফ জেলার CMOH ও প্রশাসনের কর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ নয়, ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালু, হাসপাতালে পর্যাপ্ত বেড-প্লেটলেটের ব্যবস্থা ও রোগীদের ঠিকানা নথিভুক্ত করা-সহ একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে স্বাস্থ্যভবন।

জানা গিয়েছে, রানাঘাটের নন্দীঘাট এলাকার বাসিন্দা ছিলেন রতন কর্মকার। গত ৭-৮ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল বাড়িতেই। এরপর প্লেটলেট কমে যাওয়ায় যখন  শারীরিক অবস্থার অবনতি হয়, তখন ওই বৃদ্ধকে ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালের। কিন্তু বাঁচানো যায়নি। গতকাল, বৃহস্পতিবার মৃত্যু হয় রতনের। ডেথ সার্টিফিটিকেটে ডেঙ্গির কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। 

এর আগে, নদিয়ার ডেঙ্গিতে আক্রান্ত মৃত্যু হয় আরও ২ জনের। বস্তুত, মৃতের মধ্যে একজন ছিলেন রানাঘাটের বাসিন্দা। 

আরও পড়ুন: Weather Today: অবস্থান বদল মৌসুমী অক্ষরেখার! আবার বাড়বে গরম-ঘামের অস্বস্তি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version