সম্বল-ভরসা একটি তিন চাকার সাইকেল। কেউ কেউ ‘ঠাট্টা’ করতে গিয়ে আবার চাকার হাওয়াও খুলে দেয় কখনও সখনও। চেন খুললে চরম বিপত্তি। কিন্তু, ‘প্রাণের মানুষ’ বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর শুনে এই প্রতিকূলতার পাহাড় টপকেছেন তিনি। দুই দিন লগাতার সাইকেল চালিয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছেন হালিশহরের বিশেষ চাহিদাসম্পন্ন রবি দাস। কাঁপা কাঁপা গলায় তাঁর মন্তব্য, “লালঝান্ডার দিব্বি, দলের জন্য সিঙ্গুর থেকে দিল্লি যেখানে প্রয়োজন যাব।”

গত ২৯ জুলাই শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে তড়িঘড়ি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই উদ্বেগে কাটছে তাঁর পরিবার, দলের সদস্যদের। চিকিৎসকরা জানাচ্ছেন, এখন অনেকটাই সুস্থ তিনি।

Buddhadeb Bhattacharya Kunal Ghosh:’ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে…’, অসুস্থ বুদ্ধদেবকে মহাপুরুষ না বানানোর ‘আর্জি’ কুণালের
এদিকে যাঁকে আদর্শ মেনে লালঝান্ডা হাতে তুলে নিয়েছিলেন তাঁর অসুস্থতার খবর শুনে আর ঘরে থাকতে পারেননি রবি দাস। তিনি নিজে হাঁটাচলা করতে পারেন না। ভরসা বলতে একটি তিনটি চাকার ভ্যান যাতে চেপে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। পাড়ার লোকজনদের কাছে বিজয়পুরের কাঁচড়াপাড়ার রবি তাঁদের ‘কমরেড’।

বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেয়ে ওই তিন চাকার রিকশা নিয়েই শহরের বুকে অবস্থিত বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রবি। সময় লেগেছিল পাক্কা দুই দিন। আর এই দুই দিনের ‘দুর্গম পথে’ কিছু মানুষের ‘বাঁদরামো’-ও সহ্য করতে হয়েছিল তাঁকে। বিশেষ চাহিদাসম্পন্ন রবিবার বাহনের চাকা খুলে দিয়েছিলেন কেউ, আবার অনেকেই টাকা নিয়ে ‘সটকে পড়ার’ তাল করেছিলেন। কিন্তু, বুকে বুদ্ধদেবকে নিয়ে উদ্বেগ, রবিকে ঠেকায় কে!

Buddhadeb Bhattacharya News: খুশির খবর! আজই বন্ধ হচ্ছে অ্যান্টিবায়োটিক, কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব?
সব বাধা বিপত্তি টপকে তিনি শেষমেশ এসে পৌঁছেছিলেন আলিপুরের সেই বেসরকারি হাসপাতালের চৌকাঠে। প্রথমে তাঁকে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে সুরক্ষাবিধি মেনেই বাধা দেওয়া হয়। কিন্তু, পরে অবশ্য চিকিৎসকরাই তাঁকে বুদ্ধদেব ভট্টাচার্যের ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর শোনান। মন শান্ত করে ফের একবার বাড়ির পথে রওনা দিয়েছিলেন রবি।

এদিকে ছেলের বামেদের প্রতি ভালোবাসা-সমর্পণ অজানা নয় বাবা-মায়েরও। হুট হাট কাউকে কিছু না বলেই দলের জন্য বেরিয়ে যান ছেলে, জানালেন রবির মা-বাবা। তাঁদের দাবি, জ্যোতি বসু অসুস্থতার সময়ও এই তিন চাকার বাহন নিয়ে বেরিয়ে পড়েছিলেন ছেলে। এছাড়াও ব্রিগেড থেকে শুরু করে দিল্লি-সিঙ্গুর, দলের জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চষে বেড়িয়েছেন রবি।

Buddhadeb Bhattacharya Video : হাসপাতাল থেকে কবে ছুটি বুদ্ধদেবের? জানালেন চিকিৎসকরা

Buddhadeb Bhattacharya Health : কেন বার বার ছুটতে হয় হাসপাতালে? কোন রোগে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য?
যাঁকে নিয়ে এত চর্চা সেই রবি কী বলছেন?
তিনি এই সময় ডিজিটাল-কে বলেন, “আমি হাসপাতালে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলি। তিনি আমাকে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি দেখালেন। আমার মনে হচ্ছে তিনি ভালো রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version