বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাসের অভিযোগ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে! মহিলা অন্তঃসত্ত্বা হতেই অস্বীকার, এমনকী জোর করে গর্ভপাত করানোর চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য মালদায়। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিন সন্তানের মা তথা পরিচারিকার সঙ্গে সহবাস এবং জোরপূর্বক ভাবে গর্ভপাত করানোর চেষ্টার অভিযোগ উঠেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিতোল গ্রামের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। ওই ব্যক্তি এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত বলেই জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ তৈমুর রহমান (৮১)। বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

Lovers Fraud: প্রেমের ফাঁদে ফেলে সহবাস, প্রেমিকাদের নথি ব্যবহার করে লোন! লাখ লাখ টাকার প্রতারণায় ধৃত আইটি কর্মী
থানায় অভিযোগের দায়ের পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত তৈমুর রহমান। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নির্যাতিতা মহিলার স্বামী প্রায় দু’বছর ধরে ভিন রাজ্যে কর্মরত ছিলেন। একদিকে অভাবের সংসার, অন্যদিকে নিজের পাশাপাশি তিন সন্তানের ভরনপোষণের দায়িত্ব। সেই কারণেই তৈমুরের বাড়িতে পরিচারিকার কাজ নিয়েছিলেন নির্যাতিতা মহিলা। পরিচারিকার কাজ করে কোনওরকমে দিন গুজরান করতেন ওই মহিলা।

Malda News: কলমের খোঁচায় ওষুধের দাম বেড়ে তিনগুণ! ‘বিশিষ্ট ডাক্তারবাবু’-র কীর্তি ফাঁস
নির্যাতিতা মহিলার অভিযোগ, দারিদ্রতার সুযোগকে হাতিয়ার করে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও টাকার প্রলোভন দেখিয়ে ওই মহিলার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করে তৈমুর। অবসরপ্রাপ্ত ওই আধিকারিকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই পরিচারিকা। বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তৈমুরকে বিয়ের জন্য চাপ দিলেও সে সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে বলে অভিযোগ। এমনকী তৈমুরের পরিবারের লোকেরাও তাঁকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ।

Raiganj News : ব্যাগভর্তি গাদা গাদা কন্ডোমের প্যাকেট! মহিলাকে টোটো থেকে নামিয়ে বেদম মার স্থানীয়দের
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পেরে তৈমুরের ছেলে ও পুত্রবধূ জোরপূর্বক ওই মহিলাকে ডাক্তারের কাছে গর্ভপাত করাতে নিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু চিকিৎসক ঝুঁকি নিতে রাজি না হওয়ায়, তাঁকে তিনদিন আটকে রাখা হয় বলে অভিযোগ। এমনকী খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

নির্যাতিতা মহিলা বলেন, ‘আমার তিন সন্তান রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি ও টাকার প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেছে। এখন আমি গর্ভবতী হয়ে যাওয়ার পর এখন আমাকে খুনের চেষ্টা করা হচ্ছে। ছয় লাখ টাকার প্রলোভনও দেখানো হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version