মুর্শিদাবাদের নবগ্রাম থানার লকআপে যুবককে পিটিয়ে মারার অভিযোগের ঘটনায় সাসপেন্ড করা হল ওসি অমিত ভকতকে। এসআই তথা আইও শ্যামল মণ্ডলের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘটনায় এখনও উত্তাপের আঁচ কমেনি নবগ্রামে। শুক্রবার রাতের পর শনিবারও একজোট হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। এদিন গ্রামে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। যদিও পুলিশের আশ্বাসে মোটেই সন্তুষ্ট নন গ্রামিবাসীরা। তাঁদের একটাই দাবি, অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যদিকে এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয় মৃতদেহের ময়নাতদন্ত। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে বাইরে চলে না যায় তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

প্রসঙ্গত, চুরির অভিযোগে গ্রেফতার করা হয় গোবিন্দ ঘোষ নামে ওই যুবককে। মৃত যুবক গোবিন্দ ঘোষ নবগ্রাম থানার সিঙ্গার গ্রামের বাসিন্দা ছিলেন। নবগ্রাম সেনা ছাউনিতে দিন মজুরের কাজ করতেন তিনি। কয়েক দিন আগে গোবিন্দর প্রতিবেশীর বাড়ি থেকে চুরি যায় প্রচুর সোনা ও নগদ অর্থ। সেই ঘটনায় গৃহকর্তা সাত জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তালিকায় ছিল গোবিন্দ ঘোষের নামও। গোবিন্দর পরিবারের দাবি, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার তাঁকে থানায় ডেকে নিয়ে যায় নবগ্রাম থানার পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের পরও ছাড়া হয়নি গোবিন্দকে। বৃহস্পতিবার থানায় দেখা করতে গেলে বলা হয়, জিজ্ঞাসাবাদ চলছে, তারপর ছেড়ে দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ছাড়া হয়নি। এরপরেই শুক্রবার থানার লকআপে অস্বাভাবিক মৃত্যু হয় ওই যুবকের।

Murshidabad News : সাহায্যের লোভ দেখিয়ে ভিক্ষুককে লুঠ! ভিক্ষা করতে এসে দুল চুরি গেল মহিলার
এদিকে গোবিন্দর মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতেই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর পরিবারের সদস্য ও গ্রামের প্রায় ৩০০ মানুষ। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। এমনকী উত্তেজিত জনতা থানার গেট ভেঙে ঢোকার চেষ্টা করলে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা হয়। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, তাঁরা যাতে ভিতরে ঢুকতে না পারেন, তার জন্য কাঁচের বোতল ভেঙে থানার গেটের সামনে ছড়িয়ে দেয় পুলিশ। ঘটনায় এখনও উত্তেজনা রয়েছে এলাকায়। দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন গ্রামবসীরা। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version