জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার পরীমণির(Pori Moni) ছেলে রাজ্যর প্রথম জন্মদিন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পরী জানান যে ছেলের জন্মদিন এবছর ধূমধাম করেই পালন করবেন তিনি। শোনা গিয়েছিল যে বিচ্ছেদের পর ছেলের নাম পরিবর্তন করে ফেলেছেন তিনি। রাজ্যর নাম বদলে তিনি রেখেছেন পদ্ম। পরে অবশ্য অভিনেত্রী জানান যে, এরকম কিছুই নয়। রাজ্য, পদ্ম, পূন্য এই তিন নামেই ছেলেকে ডাকা হয়। বৃহস্পতিবার ছেলের জন্মদিনে নয়া শুরুর ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন- Ranveer Singh As Don: ‘শাহরুখের বদলে রণবীরকে মানা মুশকিল হি নেহি না মুমকিন?’ ট্রোলের জবাবে খোলাচিঠি নয়া ডনের…

কিছুদিন আগেই পরীমনি তাঁর ছেলেকে নিয়েই জন্মদিনের ভেন্যু বুকিং করতে যান। ঢাকার এক পাঁচতারা হোটেলে বসবে জন্মদিনের আসর। সেই ভিডিয়ো ক্লিপ ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, ‘সে নিজেই তার বার্থডে পার্টির ভেন্যু বুক করতে এসেছে।’ পরী নিজেই জানিয়েছেন যে ছেলের প্রথম জন্মদিনে তিনি একাই থাকবেন ছেলের সঙ্গে। শোনা যাচ্ছে রাজকে আমন্ত্রণও জানানো হয়নি। ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র নিজেই ডিজাইন করেছেন অভিনেত্রী। ছেলের জন্মদিনের পার্টির থিম পদ্মফুল। জানা যাচ্ছে রাজ্য স্যুট ও পাঞ্জাবি, দুই ধরনের পোশাকই পরবে। পরী পরবেন গাউন।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় পরীমনি বলেন, ‘কত স্বপ্ন ছিল, ছেলের প্রথম জন্মদিনে আমরা দুজন কত কী করব। এক ফ্রেমে মা–বাবাসহ ছবি তুলব। কই, তা আর হলো কি? জানি না, হয়তো বিধাতাই রাখেনি। আমি না আজ খুব কেঁদেছি। ভেবেছি, কেন এমনটা হলো। এমন তো হওয়ার কথা ছিল না। একা একাই সব সামাল দিতে হয়েছে। মাস দুয়েকের বেশি সময় ধরে রাজের কোনো খবর নেই। সে আসেও না, খবরও নেয় না। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, জন্মদিনের আয়োজনে যেন সে না আসে। আমি আমার মতো করে সুন্দর একটা মুহূর্ত ছেলেকে উপহার দিতে চাই। ছেলের মামা–খালাদের সবাইকে নিয়ে একটা সন্ধ্যা কাটাতে চাই।’

আরও পড়ুন- Nephew Of Netaji Died: প্রয়াত ‘ইন্ডিয়ার ব্রুসলি’-খ্যাত মডেল-অভিনেতা অর্ধেন্দু বসু, সম্পর্কে নেতাজির ভাইপো…

প্রতিবার পরীমণির জন্মদিনের উদযাপনে থাকে চমক। অনেকেই ভেবেছিলেন যে ছেলের জন্মদিনে ভক্তদের জন্য চমক রাখবেন পরীমণি। শোনা গিয়েছিল যে তাঁকে নিয়ে নতুন ছবির ঘোষণা হতে পারে। এই বিষয়ে পরীমণি বলেন, ‘আগে ফিটফাট হয়ে নিই। এরপর কাজে নামব। এখন আমার ওজন ৫৬ কেজি। ৫২ কেজিতে ফিরতে চাই। একসময় আমার ওজন ৫২–৫৩ কেজিই ছিল।’ ইতোমধ্যেই জানা গেছে ঢালিউড ছেড়ে এবার টলিউডেও ছবি করবেন অভিনেত্রী। জানা যায় যে ছেলের  কলকাতা ও বাংলাদেশ মিলে পরীমণির ঝোলায় রয়েছে তিন থেকে চারটি ছবি। তবে এখনও কিছু পরিষ্কার নয়। পরীমণি বলেন, ‘কাজ তো করতেই হবে। কলকাতা–বাংলাদেশ মিলেই করব। কথাও হয়েছে সেভাবে। মোটামুটি চূড়ান্তও। কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। কয়েকজন প্রযোজক তো রাজ্যর জন্মদিনে ঘোষণা করতে চেয়েছিলেন। আমি রাজি হয়নি। বাবুর প্রথম জন্মদিনের আনন্দকে অন্য কিছুর সঙ্গে ভাগাভাগি করতে চাইছি না।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version