রাজার শহরেও এবার Cooking Gas এর জন্য পাইপলাইনের কাজ শুরু হচ্ছে। এমন সুখবর শোনাল Cooch Behar Municipality। পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। কিছুদিনের মধ্যেই এই প্রজেক্টের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। কোচবিহার শহরের বাসিন্দারা এর সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

Cooch Behar News : বোর্ড গঠনকে ঘিরে তৃণমূল-BJP কর্মীদের সংঘর্ষ, তুমুল উত্তেজনা দিনহাটায়
পুরসভার তরফে জানানো হয়েছে, এই প্রজেক্টের মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছবে রান্নার গ্যাস। এই প্রকল্পের জন্য একটি সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে। কী ভাবে এই প্রকল্পের কাজ হবে তার রূপরেখা তৈরি করে ফেলেছে পুরসভা। এই নতুন প্রকল্পের কারণে শহরের বাসিন্দাদের গ্যাসের খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

Cooch Behar News : BDO অফিসের গাড়িতে হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে, তুমুল উত্তেজনা তুফানগঞ্জে
কোচবিহার শহরের ২০টি ওয়ার্ডের বাসিন্দারাই এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। সব কটি ওয়ার্ডকে পাইপ লাইন গ্যাস সরবরাহের প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। একটি সংস্থা এই কাজের জন্য সমীক্ষা করেছে। প্রাথমিক ভাবে সমীক্ষায় উঠে এসেছে, মত দশ হাজার বাড়িতে এই পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Mid Day Meal: অ্যাকাউন্ট থেকে গায়েব মিড ডে মিলের টাকা, কোচবিহারের স্কুলে তুলকালাম
কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। জলের পাইপ লাইনের মতো গ্যাসের পাইপ লাইনের সংযোগ ব্যবস্থা করতে হবে।

South 24 Parganas Gas Leak : নরেন্দ্রপুরে পেপসি কোম্পানিতে গ্যাস লিক, আতঙ্ক এলাকায়

পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ১০৪ কিমি পাইপ লাইনের পরিকল্পনা করা হয়েছে। যাতে দশ হাজার বাড়িতে সংযোগ দেওয়ার ব্যবস্থা হতে চলেছে। ইলেকট্রিক বা জলের সংযোগের মতো গ্যাসের পরিষেবার ক্ষেত্রেও মাসিক বিল থাকবে গ্রাহকদের জন্য। কলকাতায় এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। তবে রাজ্যের অন্য কোথাও এই ধরনের পরিষেবার ব্যবস্থা এখনও করা হয়নি। সেক্ষেত্রে প্রথম জেলা হিসেবে কোচবিহার এই সুবিধা পেতে চলেছে।
প্রসঙ্গত, বছর খানেক আগেই কলকাতাতেও এই কাজ শুরু হয়। রাষ্ট্রায়ত্ত সংস্থা Gail এবং Greater Calcutta উদ্যোগে এই পরিষেবার কাজ শুরু হয়। দক্ষিণ কলকাতার Urbana, নিউটাউনের Uniworld City এবং Rosedale-র মতো বড় কমপ্লেক্সগুলিতে রান্নার গ্যাসের জন্য পাইপলাইন বসানোর কাজ করা হয়। তবে দুর্গাপুর সহ রাজ্যের আরও কয়েকটি জায়গায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কাজ করার পরিকল্পনা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version