ভর সন্ধেবেলা ইটভাটা মালিককে গুলি করে খুন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। নিহতের নাম মির্জা সাহিদুল ওরফে বটু মির্জা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কী কারণে তাঁকে খুন হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার রাইখাঁ গ্রামের কাছে বাদশাহী রোডের ঠিক পাশেই অবস্থিত বটু মির্জার ইটভাটা। রবিবার সন্ধে নাগাদ নিজের ইটভাটার কাছেই দাঁড়িয়ে ছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে বটু মির্জাকে লক্ষ্য করে প্রথমে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে তিনি ছুটে ইটভাটার একটি ঘরে ঢুকে পড়েন। তাঁর পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা। এরপর বটু মির্জাকে ঘর থেকে টেনে বের করে তাঁর শরীর লক্ষ্য করে পরপর ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় আততায়ীরা।

Dakshin 24 Pargana News : পুরনো শত্রুতার জেরে গলার নলি কেটে জোড়া খুন, বজবজে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি
এদিকে শরীরে একাধিক গুলি লাগার জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ইটভাটা মালিক। পরে তাকে উদ্ধার করে তড়িঘড়ি বীরভূমের নানুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তবে কারা ঠিক কী কারনে ওই ব্যবসায়ীকে খুন করল তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।

গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থীকে খুন
এদিকে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এক তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের জয়ী প্রার্থীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। নিহত ওই তৃণমূল নেতার নাম সাহেব আলি। ঘটনায় ইতিমধ্যেই ওই নেতার সহযাত্রীকে আটক করেছে পুলিশ। তাছাড়াও রাস্তায় কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Uttar 24 Parganas News : হাড়োয়ায় TMC নেতাকে গুলি করে খুন, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের হাড়োয়া থানার অন্তর্গত সামলা এলাকার ঘটেছে ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামলা বাজারে এলাকায় তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুর সেলের হাড়োয়া এক নম্বর ব্লকের সভাপতি ছিল সাহেব আলি। পঞ্চায়েত নির্বাচনে খাসবালন্দা গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামের ২৪৩ নম্বর বুথের তৃণমূলের জয়ী প্রার্থীও ছিলেন তিনি। জানা গিয়েছে, তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ সামলা বাজার এলাকায় ১০ থেকে ১৫ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুটি গুলি তাঁর বাইকেও লাগে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version