সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস। পিছিয়ে নেই বাংলাও। শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মানুষ যথাযত মর্যাদায় উদযাপন করছেন স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষ্যেই বিরিয়ানিতে স্পেশাল অফার নিয়ে এল একটি ক্যাফে।

পূর্ব মেদিনীপুরের অন্যতম পর্যটনস্থল মহিষাদল রাজবাড়ি। আর সেই রাজবাড়ির প্রবেশদ্বারেই রয়েছে একটি ক্যাফে, নাম ‘নীরালা বুক ক্যাফ’। স্বাধীনতা দিবসে এই ক্যাফের তরফেই বিরিয়ানিতে দেওয়া হল স্পেশাল অফার। যেহেতু এবার ৭৭তম স্বাধীনতী দিবস, তাই ৭৭ টাকায় চিকেন বিরিয়ানি মিলছে এই ক্যাফেতে। স্পেশাল এই অফারে সকাল থেকেই ঢল নেমেছে ক্রেতাদের। বিশেষ এই দিনে তুলনামূলক সস্তায় বিরিয়ানি খাওয়ার সুযোগ কার্যত ছাড়ছেন না কেউই।

Biryani: আমেরিকা ফেরত শেফ-এর ‘গোলাপ’ বিরিয়ানি, আয় লজ্জা পাবেন বড় বড় পদাধিকারীরাও
খাবার, বই পড়া- গান গাওয়া
প্রসঙ্গত, এই ক্যাফেতে এলেই রাজবাড়ি অপরূপ পরিবেশের মাঝে চা কফি, ঘুগনি সহযোগে ঘণ্টাখানেক আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে যান ক্রেতারা। এছাড়াও বিরিয়ানি-সহ আরও বিভিন্ন খাবার পাওয়া যায় ক্যাফেতে। এখানেই শেষ নয়, সুস্বাদু খাবার খাওয়ার সঙ্গে বই পড়া, বা গিটারের বাজিয়ে হালকা গানের সুরে মজে ওঠারও সুযোগ পাওয়া যায় মহিষাদলের এই ক্যাফেতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারন মানুষের পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়া, এমনকী মহিষাদলে বেড়াতে যাওয়া পর্যটকরাও একবার ঢুঁ মারেন এখানে।

Bus Ticket at Rs 1 : বিলাসবহুল বাসের টিকিট মাত্র ₹1 টাকা, 15 অগাস্ট অবধি চলবে অফার
কয়েকজন বন্ধু মিলে মহিষাদল রাজবাড়ির প্রবেশদ্বারে চালু করেছেন এই নীরালা বুক ক্যাফে। আধুনিকতার ছোঁয়ায় গড়ে তোলা হয়েছে গোটা ক্যাফেটি। সুস্বাদু খাবারের পাশাপাশি ক্রেতাদের মন যাতে ক্যাফেতে ঢুকলেই ফুরফুরে হয়ে যায়, সেই কারণেই রাখা হয়েছে বিভিন্ন ব্যবস্থা। এই প্রসঙ্গে, প্রতিষ্ঠানের অন্যতম সদস্য সুদীপ জানা ও রঘুনন্দন মল্লিক বলেন, ‘বহু পর্যটক মহিষাদল রাজবাড়ি দেখতে আসেন। রাজবাড়ির মধ্যে সেইরকম খাবারের দোকান নেই। তাই পর্যটকদের কথা ভেবেই খোলা হয়েছে এই ক্যাফে।’ একইসঙ্গে এদিনের স্পেশাল অফার সম্পর্কে তাঁরা বলেন, ‘স্বাধীনতার ৭৭ বছর হওয়ায় আজকে যাঁরা আমাদের ক্যাফেতে আসবেন, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে। পাশাপাশি ৭৭ টাকা পাওয়া যাবে চিকেন বিরিয়ানি। ভারত মাতাকে শ্রদ্ধা জানাতেই আমাদের এই প্রয়াস।’

Independence Day Wishes in Bengali : ঘুচে যাক পরাধীনতা, স্বাধীনতা দিবসের মুক্ত শুভেচ্ছা পাঠান বন্ধু-আত্মীয়দের
প্রসঙ্গত, বহু মানুষই বিরিয়ানি খেতে ভীষণ ভালবাসেন। উৎসব অনুষ্ঠান বা স্পেশাল দিনে তাঁদের প্রথম পছন্দই থাকে বিরিয়ানি। সেক্ষেত্রে স্বাধীনতা দিবসের মতো একটা বিশেষ দিনে এইরকম অফার যে তাঁদের কাছে সত্যিই লোভনীয় তা আর বলার অপেক্ষা রাখে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version