এই সময়, আসানসোল: অবশেষে শ্রমিক সংগঠনগুলির দাবি মেনে চিত্তরঞ্জনে তৈরি হতে চলেছে বন্দে ভারতের ইঞ্জিন। প্রাথমিক ভাবে চারটি ইঞ্জিনের অর্ডার পেয়েছে এই সংস্থা। ইঞ্জিনগুলির নির্মাণ সম্পূর্ণ হলে নিয়ে যাওয়া হবে আইসিএফ (ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি) চেন্নাইয়ে। সেখান থেকে পরীক্ষামূলক ভাবে চালানো হবে যাত্রী ট্রেন।

Vande Bharat: এবার কাশ্মীরেও বন্দে ভারত! আনা হচ্ছে বিশেষ ফিচার, সফরের আনন্দ বাড়বে বহু গুণ
বর্তমানে বন্দে ভারতের ইঞ্জিন ও কামরা যৌথ ভাবে তৈরি হয় আইসিএফ-এ। চিত্তরঞ্জনে তৈরি চারটি ইঞ্জিন দিয়ে চালানো হবে দু’টি বন্দে ভারত। এই ট্রেনের সামনে ও পিছনে মোট দু’টি ইঞ্জিন থাকবে। এই প্রথম পুশ-পুল পদ্ধতিতে চলবে বন্দে ভারত। চিত্তরঞ্জনে এই ইঞ্জিনের সফল উৎপাদন হলে আগামী দিনে আরও বরাত পেতে পারে এই সংস্থা।

Vande Bharat: পুজোতেই আসছে ‘গরিবের বন্দে ভারত’! ট্রেনের পরিষেবা নিয়ে বড় আপডেট রেলের?
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক অমিত আগরওয়াল শুক্রবার বলেন, ‘ভারতীয় রেল পর্ষদ থেকে চিত্তরঞ্জন রেল কারখানায় চারটি ইঞ্জিন তৈরির অর্ডার আমরা পেয়েছি। এগুলি পুশ-পুল সিস্টেমে চলবে। অর্থাৎ সামনের ইঞ্জিন গাড়িটিকে টেনে নিয়ে যাবে, একইসঙ্গে পিছনের ইঞ্জিন গাড়িটিকে ঠেলবে। এগুলি বন্দে ভারতের জন্যই ব্যবহার করা হবে। তবে এক্ষেত্রে কোচের সংখ্যা ২৪ পর্যন্ত হবে। তবে কোন রুটে এই দু’টি ট্রেন চলবে তা অবশ্য এখনও ঠিক হয়নি।’

Vande Bharat Express: ধূপগুড়িতে স্তব্ধ বন্দে ভারত এক্সপ্রেস, লেট বাকি ট্রেনগুলিও! দুর্ভোগ
চিত্তরঞ্জন রেল কারখানার শ্রমিক সংগঠন সিটু ও আইএনটিইউসি-র দুই সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত ও ইন্দ্রজিৎ সিং বলেন, ‘ইতিমধ্যে নতুন ইঞ্জিন নির্মাণের কাজ আমরা শুরু করে দিয়েছি। এর সম্পূর্ণ টেকনোলজি আমাদের কারখানাতেই আছে। আশা করা যায়, দু’টি ইঞ্জিন আগামী অক্টোবরের মধ্যেই তৈরি হয়ে যাবে।’ রাজীব জানান, সংস্থার বর্তমান জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাস এখানে আসার আগে আইসিএফ-এর সর্বোচ্চ পদে ছিলেন।

Vande bharat: সরকারি স্কিমে সস্তা হবে বন্দে ভারতের উৎপাদন! সম্পূর্ণ ট্রেন তৈরি হবে দেশে?
তিনিই উদ্যোগী হয়ে রেলওয়ে বোর্ড থেকে এই অর্ডার নিয়ে এনেছেন। তিনি বলেন, ‘এক্ষেত্রে সাফল্য পেলে আগামী দিনে চিত্তরঞ্জনে এমন ইঞ্জিন তৈরির আরও অর্ডার আমরা পাব বলে আশা করছি। তবে এর রং বন্দে ভারতের বর্তমান ইঞ্জিনের মতো হবে না বলে মনে হয়। রং নিয়ে আলাদা একটি প্রস্তাব রেল বোর্ডকে পাঠানো হয়েছে বলে শুনেছি। তবে অনুমোদন এখনও আসেনি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version