যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হল BJP। BJP তরফ থেকে দায়ের করা হল জনস্বার্থ মামলা। যাদবপুরের ঘটনা NIA তদন্তের দাবি করা হল BJP তরফে। উল্লেখ্য, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলারক্ষার দাবিতে জনস্বার্থ মামলা করা হয়েছিল তৃণমূলের তরফেও।

Calcutta High Court : গাফিলতিতে হাইকোর্টের রোষে এ বার দুই বিচারক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে এবার হাইকোর্টে দারস্থ হল বিজেপি। বিজেপি নেতা তথা মুখপাত্র রাজর্ষি লাহিড়ী জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। যাদবপুরের ঘটনা নিয়ে চাওয়া হচ্ছে NIA তদন্ত। একই সঙ্গে দাবি করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউজিসি গাইডলাইন মেনে চলা হোক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে আইনজীবী আবেদন করছেন বলে জানা গিয়েছে।

Calcutta High Court : স্কুলশিক্ষা দফতরের বদলি-বিজ্ঞপ্তি, বিতর্কও
এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার যাদবপুরের এক প্রাক্তনী জনস্বার্থ মামলা দায়ের করেন। সিবিআই তদন্তের দাবিতে মামলা করেন ওই প্রাক্তন ছাত্র। জানা যায়, মামলাকারীর নাম অভ্র সেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়। এই ঘটনায় সিবিআইয়ের পাশাপাশি এনআইকে তদন্তে যুক্ত করার আবেদন জানান তিনি।

Recruitment Scam : &amp#39;আপনি কাজ করেননি…&amp#39;, নিয়োগ দুর্নীতি তদন্তে শীর্ষ CID অফিসারকে ভর্ৎসনা বিচারপতির
প্রসঙ্গত, যাদবপুরের ঘটনা নিয়ে তৃণমূলের তরফেও মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুদীপ রাহা এই মামলা দায়ের করেন বলে জানা যায়। মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা, সিসিটিভি বসানো, বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে মামলা দায়ের করা হয় আদালতে।

Bankura Ballot Box Case : হাইকোর্ট ডেকে পাঠিয়েছে! আচমকাই বদলি সেই বিডিও!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত তদন্ত করছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়। এরপর আরও দুই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পরে দফায় দফায় আরও দশজনকে গ্রেফতার করে পুলিশ।
ইতিমধ্যে যাদবপুরের ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। ধৃতদের মোবাইল ঘেঁটে দেখা হচ্ছে। উদ্ধার হয়েছে একটি সন্দেহজনক ডায়েরি। যাদবপুরের ঘটনায় ইতিমধ্যে পড়ুয়ার উপর শারীরিক এবং মানসিক নির্যাতনের তত্ত্ব উঠে আসছে। ঘটনার সময় কারা সেখানে উপস্থিত ছিল, মৃত্যুর পিছনে সঠিক কী কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে ঘটনার আসল কারণ নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি পুলিশ। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version