BSF এবং NCB-র যৌথ অভিযানে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সিতাইয়ের চামটায় উদ্ধার হল লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট, নিষিদ্ধ কাফ সিরাপ সহ প্রায় ৪৩ লাখ টাকা। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এই অভিযানে একটি দেশি বন্দুক সহ দুই রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার হয়েছে। ঘটনায় আমজাদ হোসেন মিয়াঁ নামে একজনকে গ্রেপ্তার করেছে NCB। বাজেয়াপ্ত জিনিসগুলি নিজেদের হেফাজতে নিয়েছে তারা। BSF-র গুয়াহাটি ফ্রন্টিয়ার সোমবার প্রেস বিবৃতি দিয়ে মাদক বিরোধী অভিযানে তাদের এই সাফল্যের কথা জানিয়েছে। উল্লেখ্য, দিনহাটা মহকুমার তিনদিক ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা।

Drug Trafficking : মাদক পাচার অভিযানে বড় সাফল্য, ত্রিপুরায় ১০ কোটির ব্রাউন সুগার ধৃত ৩
গোপন সূত্রে খবর পেয়ে মহকুমার সিতাই থানার চামটা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের বাড়িতে রবিবার অভিযান চালানো হয়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে NCB-র কলকাতা হেড কোয়ার্টার এবং BSF-এর ৭৫ নম্বর ব্যাটেলিয়ন যৌথ অভিযান চালায়। এরপর ওই বাড়ি থেকে ২২০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজার মূল্য ১১ লাখ টাকা। এছাড়াও ১০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। নগদ ৪৩ লাখ ৭৫ হাজার টাকাও মেলে। আমজাদের হেফাজত থেকে মেলে একটি দেশি বন্দুক সহ দুটি গুলি।

Dakshin 24 Pargana : ৭০ ক্রেট শুকনো হাঙর উদ্ধার, সাগরে চলছে বেআইনি কারবার!
পরে আমজাদকে কোচবিহারে এনে টানা জেরা করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে NCB। BSF জানিয়েছে, বিপুল পরিমাণ মাদক আমজাদের বাড়িতে পাচারের জন্য জমা হচ্ছে বলে খবর পেয়েই BSF ও NCB হানা দেয়। অবৈধ আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। বাজেয়াপ্ত করার ওই অপারেশন চলে আমজাদের বাড়িতে। অবৈধ আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। বাজেয়াপ্ত ওই বিপুল পরিমাণ টাকার উৎস সন্ধানে নেমেছেন গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট জড়ো করা হয়েছিল।

Murshidabad News : হুকিং রুখতে গিয়ে বিপত্তি! গণধোলাই খেলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা, উত্তেজনা নবগ্রামে
ইয়াবার সঙ্গে বিপুল সংখ্যক কাফ সিরাপও বাংলাদেশ পাচার করা হত বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, সীমান্তের ওপারে ইয়াবা ট্যাবলেটের রমরমা বাজার রয়েছে। অনেক লোকই এর চোরাচালানে যুক্ত। মাঝে মধ্যে বাংলাদেশের পুলিশের হাতে অনেক চোরাকারবারি ধরা পড়ে।

Coochbehar News : উদয়ন গড়ে BJP কর্মীদের বাড়ি ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব! আহত ২, অভিযোগ এড়াল তৃণমূল
স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে বলেন, ‘আমজাদকে আগেও পুলিশ ধরেছে। আবার জামিন নিয়ে বেরিয়ে এসেছে। ওই ব্যক্তি যে চোরাচালান করে সবাই জানে। কিন্তু এবার BSF এবং NCB যে একসঙ্গে হানা দেবে আর এত এত নিষিদ্ধ জিনিস উদ্ধার করে নিয়ে যাবে। তা আমাদের সবার ধারনার বাইরে ছিল’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version