দেবাশিস দাস
পুজোর আগেই শহরে শিশু এবং মায়েদের জন্যে পুরসভা চালু করছে ‘ব্রেস্ট ফিডিং জোন’। বুধবার এ কথা জানিয়েছেন পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমদ্দার। বছরখানেক আগে শহরের একটি শপিং মলে এক মা তাঁর কোলের শিশুকে স্তন্যপান করাতে গেলে সেখানকার নিরাপত্তাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ ওঠে। এই নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। কলকাতায় কেন বিভিন্ন জায়গায় স্তন্যপান করানোর জন্যে আলাদা জায়গার ব্যবস্থা থাকবে না–নাগরিক সমাজের এই প্রশ্ন অস্বস্তিতে ফেলেছিল পুর-কর্তৃপক্ষকে। সেই সময়েই পুর-অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, শহরে ‘ব্রেস্ট ফিডিং জোন’ তৈরি করা হবে।

Government Hospitals : কিউআর কোড স্ক্যানে হাসপাতালের টিকিট
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই শহরের ১২টি জায়গায় শুধুমাত্র মহিলাদের জন্যে পৃথক শৌচালয় নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। শৌচালয়ের একাংশেই আলাদা করে থাকবে শিশুদের স্তন্যপান করানোর জায়গা। শুধুমাত্র মহিলাদের জন্যে শৌচালয় নির্মাণে ১২টি ওয়ার্ডে জায়গা চিহ্নিত করা হয়েছে। পুরসভার লক্ষ্য, প্রতিটি ওয়ার্ডে এমন ব্যবস্থা। আপাতত ১২টি ওয়ার্ড কাজ শুরু হচ্ছে।

Maddox Square : ম্যাডক্স স্কোয়ারে উপাসনালয়, বেঁধে রাখা রয়েছে গোরুও!
গত পুরনির্বাচনের আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্তেহার প্রকাশ করেছিলেন, সেখানেও কলকাতার প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্যে পৃথক শৌচালয়ের কথা বলা হয়েছিল। অবশেষে সেই কাজেই হাত দিল পুরসভা। মহিলাদের জন্যে এই পৃথক শৌচালয়ের বিভিন্ন অংশে থাকবে শিশুদের স্তন্যপান করানোর একটি ঘর, স্নানাগার, পোশাক বদলের জায়াগা এবং শৌচালয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version