Chandrayaan 3 Moon Landing Celebration: মুচমুচে পাপড়ির কোলে মশলা, টক, ঝালে ভরা আলুর পুর। টুপ করে টক জলে ডুব দিয়ে একেবারে রেডি। ফুচকা দেখলে কার না জিভে জল আসে! তাও সেই ফুচকা যদি মেলে বিনামূল্যে তাহলে তো কথাই নেই। সম্পূর্ণ বিনামূল্য ফুচকা খাওয়ার এমন সুযোগ লটারি জেতার সুযোগ। ব্যারাকপুরের বাসিন্দারা বৃহস্পতিবার বিকেলে পেলেন এক অনন্য সুযোগ। বিনামূল্যে ফুচকার খবর শুনে ভেঙে পড়ল ভিড়। কিন্তু কেন আচমকা এমন ফুচকার হরির লুঠ? কোনও দাম বা টাকা ছাড়াই বিনামূল্যেই মিলল ফুচকা খাওয়ার সুযোগ।

তবে কেন আচমকা এমন ফ্রি ফুচকা পার্টির আয়োজন?

বিনামূল্যে ফুচকা বিতরণ,যেমন কথা তেমন কাজ। দেশকে ভালোবেসেই এমন ফ্রি ফুচকা পার্টির আয়োজন ব্যারাকপুর নিবাসী এক ব্যক্তি। বিনামূল্যে পাওয়া যাচ্ছে ফুচকা। এই খবর ছড়াতেই তমুল শোরগোল ব্যারাকপুরে। সোশ্যাল মিডিয়ার দৌলতে মুহূর্তে ছড়িয়ে পড়ল খবর। ভারতের অনন্য কীর্তির আনন্দে ফুচকার হরির লুঠ-এর ব্যারাকপুরে।
Chandrayaan-3 Soft Landing : চাঁদের জমিতে চন্দ্রযান ৩-এর পাশে রহস্যজনক ছায়া, বিবৃতি দিল ইসরো

চন্দ্রযান ৩ ইতিমধ্যে সফলভাবে অবতরণ করেছে চাঁদের মাটিতে। চতুর্থ দেশ হিসাবে সেই আনন্দ ইতিমধ্যে দেশবাসীর চোখে মুখে। একইসঙ্গে চন্দ্রপৃষ্ঠে পা রাখার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে ইতিহাস। চাঁদের কুমেরু অঞ্চলে প্রথম দেশ হিসেবে পা রেখেছে ভারত। চন্দ্রযান ৩-এর এই কীর্তিতে অকাল দিওয়ালি দেশ জুড়ে। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সন্ধে থেকেই চলছে জাতীয় পতাকা নিয়ে সেলিব্রেশন। মিষ্টিমুখের মাঝে ব্যারাকপুরে আয়োজন ফুচকার হরির লুঠ। চাঁদে ভারতের মিশনের সাফল্যের পর দারুণ খুশি ব্যারাকপুর স্টেশনে ফুচকা ব্যবসায়ী পবন কুমার সাউ। মনে মনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন চন্দ্রযান ৩ সফল হলে বিনামূল্যে ফুচকা খাওয়াবেন তার ক্রেতাদের।শুধুমাত্র ক্রেতা নয়, যে আজ আসবে সেই পাবে সম্পূর্ন ফ্রী তে ফুচকা। আর সেই মতোই বৃহস্পতিবার বিকেলে চন্দ্রযান ৩ এর সাফল্যের আনন্দে পাঁচটা থেকে বিনামূল্যে ফুচকা খাওয়ানো শুরু করেন ফুচকা ব্যবসায়ী পবন কুমার সাউ। এর জেরে ব্যারাকপুর স্টেশন চত্বরে একেবারে উৎসবের মেজাজ। ফ্রি-তে ফুচকা খেতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকে।
Dahi Puchka : দেশের সবচেয়ে খারাপ স্ট্রিট ফুড দই ফুচকা! তালিকায় জিভে জল আনা আর কোন কোন স্ন্যাক?

ব্যারাকপুর নামটার সঙ্গেও জড়িয়ে আছে ইতিহাস। ঠিক সেইরকমই আরও এক ইতিহাসকে সাক্ষী রেখে সেই আনন্দ উদযাপনে উদ্যোগ নিতে দেখা গেল পবনকে। তাঁর সামর্থ্য মতোই এদিন ব্যবস্থা করেছিল ফুচকা পার্টির। ফ্রিতে ফুচকা খেতে ৮-৮০ পুরুষ, মহিলা সকলেই ভিড় জমিয়েছিল সেখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version