পার্থসারথি সেনগুপ্ত
আবার প্রশ্নে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন! ২০২২ সালের ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) পরীক্ষার প্রিলিমিনারিতে বসার পরও কোনও কোনও প্রার্থীর ‘অনুপস্থিত’ থাকার তকমা মিলেছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে অনেকেই বিভ্রান্ত। তাঁদের প্রশ্ন, কমিশনের এমন ‘ভ্রান্তিবিলাসের’ জেরে তাঁদের কেরিয়ার প্রশ্নের মুখে। দিন দশেক আগে এই পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। তাতে কারা কারা সফল হয়ে পরবর্তী ধাপ অর্থাৎ মেইনসে বসতে চলেছেন, তার তালিকা ছিল। বুধবার কমিশনের নিয়ম অনুযায়ী প্রায় ২ লক্ষ ৭৮ বাজার প্রার্থীর প্রাপ্ত নম্বর প্রকাশিত হয়েছে। কমিশনের ওয়েবসাইটে প্রায় ১২ হাজার পাতার পিডিএফ ফাইলে এই পরিসংখ্যান রয়েছে। তাতেই এই অসঙ্গতি নজরে এসেছে।

Upper Primary Teacher Panel List: অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ SSC-র, দেখুন ফুল লিস্ট
এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রার্থীরা ফেসবুক ওয়ালে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। এক মহিলা প্রার্থী লিখেছেন, ‘আমাকে ‘অ্যাবসেন্ট’ করে দিয়েছে। কিন্তু আমি পরীক্ষা দিয়েছি।’ ওই প্রার্থী আরও জানিয়েছেন, তিনি জাতিগতভাবে ওবিসি। কিন্তু তাঁকে জেনারেল কাস্ট হিসাবে দেখানো হয়েছে। আরও এক প্রার্থী একইভাবে লিখেছেন, ‘ডব্লিউবিসিএস এর লিস্টে নাম্বার সার্চ করার পর আমাকে দেখাচ্ছে অ্যাবসেন্ট। কিন্তু আমি পরীক্ষা দিয়েছি।’ তিনিও অভিযোগ তুলেছেন, ‘আমার জাতিগত ক্যাটেগরি দেখাচ্ছে জেনারেল। কিন্তু আমি ওবিসি-বি ক্যান্ডিডেট।’

SSC Exams 2023: চলতি বছরে CGL, CHSL সহ স্টাফ সিলেকশনের বিভিন্ন পরীক্ষা কবে? দিনক্ষণ জানাল SSC
একাধিক প্রার্থী এমনও জানিয়েছেন, একই ঘরে তাঁদের সঙ্গে বসে যারা পরীক্ষা দিয়েছিলেন, লিস্টে নম্বর সার্চ করার সময়ে সেই প্রার্থীরাও অ্যাবসেন্ট বলে চিহ্নিত হচ্ছেন। কারও কারও অভিযোগ, পরীক্ষার পর পিএসসি’র দেওয়া ‘আনসার কি’ মিলিয়ে তাঁদের আদতে যে নম্বর পাওয়ার কথা, তার চেয়ে কম স্কোর হয়েছে। ২০২২ এর প্রিলিমিনারির উত্তরপত্র (ওএমআর), অ্যাটেনডেন্স শিট ইত্যাদি মূল্যায়ন-পর্যালোচনার দায়িত্বে ছিল এন ডি ইনফোসিস্টেমস প্রাইভেট লিমিটেড। এর ম্যানেজিং ডিরেক্টরকে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগে ওএমআর কেলেঙ্কারির অভিযোগে সিবিআই গ্রেপ্তারও করেছিল। সরকারি সূত্রে খবর, পিএসসি’র উত্তরপত্র মূল্যায়নে এনডি’র কাজকর্ম যে আদৌ ‘সম্তোষজনক’ নয়, তা আগেই নিয়ে গুঞ্জন উঠেছিল কমিশনের অন্দরে।

Calcutta University : তিন বছর ধরে লাগাতার নির্যাতন সায়েন্স কলেজে?
এই ব্যাপারে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের মুখপাত্র ইন্দ্রজিত ঘোষের মত, ‘চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কমিশন।’ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে সান্যাল বলেছেন, ‘প্রার্থীদের ফলাফল নিয়ে কোন কিছু বলার থাকলে তাঁরা আরটিআই করতে পারেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version