বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ যুবক। শনিবার কাক ভোরে ঘটা এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছ মুর্শিদাবাদের ডোমকল-জলঙ্গি রাজ্য সড়কের উপর মেহেদীপাড়া এলাকায়। মৃত যুবকদের নাম সারিফুল মণ্ডল, মোস্তাহিদ মণ্ডল এবং সেন্টু মণ্ডল। তিন যুবকের বাড়িই জলঙ্গি থানার অন্তর্গত ঝাউদিয়া এলাকায় বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তের পর উঠে এসেছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারার ফলেই মৃত্যু হয়েছে তিন যুবকের। আরও জানা গিয়েছে, হেলমেট ছিল না কারও মাথাতেই।

জানা গিয়েছে, এদিন কাক ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্ঘটনাগ্রস্ত তিন যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই হইচই পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ডোমকল থানার পুলিশ। তিনজনকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ভয়াবহ এই দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Ladakh Army Accident : লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনার গাড়ি, ৯ জওয়ানের মৃত্যুর আশঙ্কা
স্থানীয় সূত্রে খবর, একই মোটরবাইকে চেপে তিনজন জলঙ্গির দিকে যাচ্ছিলেন। সেই সময়ই কোনওভাবে নিয়ন্ত্রণ হারায় মোটরবাইক। ওই মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খেঁজুর গাছে সজোরে ধাক্কা মারে। এরপর নীচে জঙ্গলের মধ্যে গর্তে পড়ে যায়। তাতেই চালক–সহ ৩ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। তবে ঠিক কখন দুর্ঘটনা ঘটেছে কেউ জানে না। এলাকায় সারারাত বৃষ্টি হয়েছে। রাস্তায় লোকজনও কম ছিল। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই মৃতদেহগুলি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।

এই প্রসঙ্গে এলাকার এক ব্যক্তি জানান, একটি মোটরসাইকেল গাছে মেরেছে। ৩টি ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ এল, গাড়ি ও দেহগুলু তুলে নিয়ে গেল। আরও এক ব্যক্তি বলেন, সকালে ঘুম থেকে উঠে শুনলাম চিৎকার চেঁচামেচি হচ্ছে। এসে দেখি, মেহেদি পাড়ার টার্নিংয়ে একটা দুর্ঘটনা হয়েছে। সকালে সবাই হাঁটতে যায়। তখন দেখে ৩টে দেহ পড়ে আছে। মোটরসাইকেলের দুর্ঘটনা হয়েছে। থানায় খবর দেওয়া হল। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে নিয়ে গেল।

Road Accident : ফিরল বেহালার স্মৃতি! ফের সড়ক দুর্ঘটনায় আহত বেশ কিছু পড়ুয়া
প্রসঙ্গত, প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুর্ঘটনার খবর পাওয়া যায়। শহর কলকাতা হোক বা জেলা, প্রায় সর্বত্রই ঘটে দুর্ঘটনা। তাতে মৃত্যুও হয় মানুষের। রাস্তায় গতি নিয়নন্ত্রণের জন্য বারেবারেই প্রশাসনের তরফে সচেতন করা হয়। এমনকী দুর্ঘটনা কমাতে রাজ্যে চালু হয়েছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিও। কিন্তু তারপরেও অনেক সময়ই মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। যার জেরে ঘটে যাচ্ছে দুর্ঘটনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version