সাতসকালে ফের শ্যুটআউট মালদায়। তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা ঘটেছে। মৃত তৃণমূল নেতার নাম সৈয়দুর রহমান। মালদা জেলার চাঁচল ২ নম্বর ব্লকের জামালপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার জালালপুর এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল বচসা বাঁধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৈয়দুরের। তৃণমূল নেতাকে খুন করে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাঁকে তৃণমূল নেতার বাড়িতে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা।

Bardhaman Shootout : ব্যারাকপুরের ছায়া গাংপুরে! দিনে দুপুরে সোনা দোকানিকে লক্ষ্য করে গুলি, আতঙ্ক
পুলিশকে বাড়ির গেটে আটকে রেখে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। সাতসকালে গুলি করে খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে না হলে মৃতদেহ নিয়ে যাওয়া যাবে না, বলে চিৎকার করতে থাকেন গ্রামবাসীরা। কোনও গ্রামবাসীর হাতে লাঠি ও বাঁশও দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই খুনের ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।

Bardhaman News : সোনার দোকানে ব্যবসায়ীকে গুলি, ধৃত দাগী আসামী
পঞ্চায়েত ভোটের আগেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদা। পঞ্চায়েত ভোটের আগেই মালদার কালিয়াচকে তৃণমূল নেতা বিদায়ী প্রধানকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মারে মৃত্যু হয় তৃণমূল নেতা মোস্তাফা শেখের। তিনি কালিয়াচক থানা এলাকার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তাঁকে রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয়। ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল। ফের মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল বলে মনে করা হচ্ছে।

Trinamool Congress : খুনের অভিযোগ! CID-র জালে ‘বহিষ্কৃত’ তৃণমূল নেতা, কেশিয়াড়িতে শোরগোল
উল্লেখ্য, মঙ্গলবার শক্তিগড়ের জোতরামে সোনার দোকানে শ্যুটআউটের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মেমারি বাগিলা এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে শক্তিগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ রবি। মেমারির বাগিলায় তার বাড়ি। গত শনিবার জোতরাম এলাকায় একটি সোনার দোকানে লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। দোকান মালিক সুদীপ দাস বাধা দিলে তাকে খুব কাছ থেকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version