গুরুদাস কলেজে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। সরাসরি UGC-র কাছে অভিযোগ করেছেন কলেজের বিএসসি-র এক পড়ুয়া। কলেজের সাধারণ সম্পাদক ও TMCP ইউনিট সভাপতি সোহম চক্রবর্তীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানান ওই পড়ুয়া। এবার অভিযোগের ভিত্তিতে নড়চড়ে বসল পুলিশ। কলেজের দুই প্রাক্তনীর বিরুদ্ধে ২০০০ সালের র‌্যাগিং প্রতিরোধ আইনের ৪ নম্বর ধারায় মামলা রুজু করল ফুলবাগান থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। র‌্যাগিংয়ের অভিযোগকারী ওই পড়ুয়ার অভিযোগ, কলেজের ওই প্রাক্তনী নিয়মিত ক্যাম্পাসে আসত। ক্যাম্পাসের এসে নিয়মিত পড়ুয়াদের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Rajnya Haldar TMC : ঝাঁঝালো বক্তৃতা নয়! TMCP-র সভামঞ্চে ‘অন্য’ ভূমিকায় রাজন্যা
অন্যদিকে গুরুদাস কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও TMCP নেতা সোহম চক্রবর্তীর নামও এই ঘটনায় সামনে উঠেছে এসেছে। নিগৃহীত পড়ুয়াও সোহমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ইতিমধ্যেই কলেজের অ্যান্টি র‌্যাগিং কমিটির সামনে এই ঘটনা নিয়ে তাঁর বক্তব্য পেশ করেছেন সোহম। কিন্তু বছরের পর বছর কী ভাবে তিনি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন, সেই প্রশ্নও তুলছেন কলেজ পড়ুয়াদের কেউ কেউ। অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য সোহমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল এই সময় ডিজিটাল। কিন্তু তাঁর ফোন বেজে গিয়েছে।

Visva Bharati Ragging: যাদবপুরকাণ্ডের পর বিশ্বভারতীতে র‍্যাগিং রুখতে সক্রিয় কমিটি, বিপাকে হস্টেলের ‘দাদারা’
সোমবার TMCP-র ২৬তম প্রতিষ্ঠা দিবসের সভা থেকে দলের শীর্ষনেতৃত্বের গলায় ছিল ‘র‌্যাগিং বিরোধী’ সুর। খোদ অভষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কড়া বার্তা দেন। শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং প্রতিরোধে অ্যান্টি র‌্যাগিং হেল্পলাইন চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় নেতার বিরুদ্ধে র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠায় দল কী কোনও ব্যবস্থা নেবে?

Ragging Case : ‘পুলিশের খাতাতে নাম উঠলেই ভবিষ্যৎ নষ্ট’, পড়ুয়াদের সতর্কবার্তা সহ উপাচার্যের
এ প্রসঙ্গে মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবাশিস বন্দ্যোপাধ্যায় ফোনে এই সময় ডিজিটালকে বলেন, ‘এখনও আমাদের কাছে কোনও নথি এসে পৌঁছয়নি, তাই আমরা কোনও পদক্ষেপ করছি না। অভিযোগ তো উঠতেই পারে, কিন্তু দোষী সাব্যস্ত না হওয়া অবধি কাউকে অপরাধী বলা যায় না। সোহম এখনও কলেজের নিয়মিত ছাত্র বলেই জানি। কলেজের অ্যান্টি র‌্যাগিং কমিটিও এই কথা বলেছে। এরপরই যদি পুলিশি তদন্তে দেখা যায় সোহম এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। তখন সেক্ষেত্রে দলের উচ্চ নেতৃত্বের কথা বলে আমরা পদক্ষেপ করব। আগে তদন্ত হোক, কী উঠে আসছে সেটা দেখা যাক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version