IIT Kharagpur News: এই ক্যাম্পাসই সারাজীবন জুটিয়ে এসেছে তাঁর রুজি রুটি। সেই ক্যাম্পাস শেষ বয়সেও এসে দাঁড়াল প্রিয় পরেশ কাকার সম্বল। ৬৫ বছরের রিকশা চালক পরেশ দাস। ৪০ বছরেরও বেশি সময় ধরে রিকশা চালাচ্ছেন আইআইটি ক্যাম্পাসের অন্দরে। আজ শেষ বয়সে এসে আচমকা ভিটে হারা সম্বলহীন হয়ে পড়ায় পাশে এসে দাঁড়িয়েছে খড়গপুরের প্রাক্তনীরাই।

দীর্ঘ ৪০ বছর ধরে নিজের সাইকেল রিকশা নিয়ে ক্যাম্পাসের ভিতর পড়ুয়া থেকে অভিভাবক, শিক্ষা কর্মী থেকে অধ্যাপক সবাইকে পৌঁছে দিয়েছেন গন্তব্যে। সংসারের ভার নিজের দুই কাঁধে ব্যালান্স করতে করতে প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন জীবন। তার মাঝে কত ব্যাচ পড়ুয়া এসেছেন, পড়েছেন, পাশ করেছেন। ক্যাম্পাস ছাড়লেও পরেশ কাকার স্নেহভরা কথা ভোলেননি কেউই। আজ শেষ বয়সে এসে খড়গপুর আইআইটি ক্যাম্পাসের প্রিয় পরেশ কাকুই পড়েছেন চরম বিপদে।
Jadavpur University CCTV : ৩৭ লাখ খরচ করে ২৬ সিসিটিভি ক্যামেরা যাদবপুরে

বয়সের ভারে এখন প্যাডেলে আর সেরকম চাপ দিতে পারেন না। জোরেও চলে না রিকশা। পাশাপাশি, ক্যাম্পাসে টোটো ও মোটর চালিত রিকশার সঙ্গে প্রতিযোগিতাতেও পিছিয়ে পড়ছেন পরেশ দাস। ফলে রোজ আর তেমন ভাড়া জোটে না। যারা আসে তারাও নেহাতই দায়ে পড়ে অপারগ হয়ে এই বৃদ্ধর রিকশায় ওঠেন। বুড়ো মানুষ হাঁফাতে হাঁফাতে কোনওক্রমে টানেন রিকশা। অতএব সেই খারাপ লাগাও বৃদ্ধ রিকশা চালকের রোজগারের পথে বাধা।
Jadavpur University News : ‘যাদবপুরে CCTV বসতে আর কত দেরি?’, মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
একদিকে রোজগারে টান, অন্যদিকে, শেষ বয়সে ভিটে হারা এই ৬৫ বছরের বৃদ্ধ। তাঁর ছেলে তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছেন বলে অভিযোগ। পেটের ভাত যোগানোই যেখানে এখন বৃদ্ধের কাছে চ্যালেঞ্জ সেখানে এই বয়সে ভিটে হারা হয়ে চরম বিপদে পড়েছেন পরেশ দাস। সহায়, সম্বলহীন কপর্দক শূন্য বৃদ্ধের সাহায্যে এগিয়ে আসেন পড়ুয়ারা।

Bankura News : ৯৫-তেও গড়গড়িয়ে স্কুল জীবনের কবিতা পাঠ! ভাইরাল বাঁকুড়ার ‘ওয়ান্ডার ওম্যান’, দেখুন ভিডিয়ো
মাথার উপর আশ্রয় ঘোচার পর ক্যাম্পাসের পড়ুয়ারাই রোজ অন্তত পক্ষে ৫০ টাকা চাঁদা তুলে পরেশ দাসকে সাহায্য করতেন। কিন্তু এভাবে দীর্ঘদিন চালানো সম্ভব নয় বুঝেই প্রিয় কাকার সাহায্যে এগিয়ে আসেন প্রাক্তনীরা। খড়গপুর আইআইটি প্রাক্তনী সৌগত দাস প্রিয় পরেশ কাকার জন্য একটি ক্যাম্পেন লঞ্চ করেন।

Jadavpur University ISRO : রাজ্যপালের প্রস্তাবে সমর্থন ISRO-র! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে প্রতিনিধি দল

মিলাপ প্ল্যাটফর্মে এই বৃদ্ধ রিকশাচালকের জন্য একটি ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগে নেওয়া হয়। সাহায্যে এগিয়ে আসেন পড়ুয়া ও প্রাক্তনীরা। সেই ফান্ডিংয়ে ওঠা অর্থ দিয়ে পরেশ দাসকে এটি ব্যাটারি চালিত টোটো কিনে দিয়েছেন। যাতে চিরজীবন মাথা উঁচু করে চলা বৃদ্ধ শেষ বয়সেও মাথা উঁচু করে বাঁচতে পারেন। টোটো কেনার পর বেঁচে থাকা অর্থও তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। একদিন যত্ন নিয়ে যাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন আজ তারাই শেষজীবনে সঙ্গ দিতে পাশে দাঁড়িয়েছেন। নয়া টোটো পেয়ে শিশু মতো উচ্ছ্বসিত আইআইটি ক্যাম্পাসের সুপরিচিত পরেশ কাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version