ফের পুলিশ হেফাজতে বন্দি মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানায় পুলিশ হেফাজতে বন্দির মৃত্যু। জানা গিয়েছে, স্ত্রীকে নির্যাতন, মারধর, এমনকী অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তারপরই ওই অভিযুক্ত অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম সঞ্জীব সাঁপুই। বয়স ৫৫ বছর। তার বাড়ি বকুলতলা থানা এলাকার নিমপীঠে।

কয়েকদিনের ব্যবধানে রাজ্যে পুলিশ হেফাজতে ফের বন্দি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল জয়নগরে। বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাসকে গোটা ঘটনা খতিয়ে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন বারুইপুর পুলিশ সুপার মিস পুষ্পার।
Dakshin 24 Pargana News : নার্সের দিকে তরল পদার্থ নিক্ষেপ যুবকের! জয়নগরের শিউরে ওঠার মতো ঘটনা

মৃত সঞ্জীব সাঁপুই পেশায় একজন ভ্যানচালক। স্থানীয় সূত্রে খবর, তিনি নিজের স্ত্রীকে সন্দেহ করতেন। তার ধারণা ছিল স্ত্রীর সঙ্গে অন্য কারও সম্পর্ক আছে। এই সন্দেহে নিত্য মারধর করতেন স্বামী, এমনটাই অভিযোগ করেছিলেন মৃতের স্ত্রী অনিতা সাঁপুই। এমনকী তাকে লক্ষ্য করে অ্যাসিডও মারা হয় বলে অভিযোগে জানান অনিতা।
Tripura News : সংশোধনাগারে বিচারাধীন বন্দির রহস্য মৃত্যু, চাঞ্চল্য ত্রিপুরায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জীব সাঁপুইয়ের স্ত্রী অনিতা সাঁপুই নিত্য অত্যাচারিত হতে হতে ভেঙে পড়েছিলেন। ধৈর্যের বাঁধ ভাঙতে তিনি পুলিশের দ্বারস্থ হন। জয়নগর থানায় স্বামীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ দায়ের করেন তিনি। জয়নগর থানা এলাকার জয়চন্ডীতলায় একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন। সেখানেই তাকে মারধর করা হয়। স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয় সঞ্জীব সাঁপুইকে।
Extra Marital Affair: ‘বন্ধুর মায়ের সঙ্গে পরকীয়ার অভিযোগ!’ যুবকের আচমকা মৃত্যুতে পরিবার চড়াও মহিলার বাড়িতে

জানা গিয়েছে, গ্রেফতারের পর অভিযুক্ত সঞ্জীবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। সেখানে I.O রুমে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সেই পর্বের মাঝেই তদন্তকারী অফিসার অন্য কাজে বাইরে গেলে তরল জাতীয় কিছু মুখে দেয় সঞ্জীব সাঁপুই। এরপর অফিসার ফিরে দেখেন অভিযুক্ত কেমন করছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে নিমপীঠ হাসপাতাল, সেখান থেকে বারুইপুর হাসপাতাল তারপর শেষে সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার সকালে তার মৃত্যু হয় সঞ্জীবের।
Howrah News : জেলবন্দি আসামীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার, হাওড়ায় পথ অবরোধ স্থানীয়দের

প্রাথমিকভাবে অনুমান, জিজ্ঞাসাবাদের মাঝে নিজের কাছে লুকিয়ে রাখা অ্যাসিড গলায় ঢেলে দেন। ঘটনাটি ঘটেছে ভোর পাঁচটা নাগাদ। তবে ঘটনার সময় ঘরে কেউ ছিল না। তবে কী কারণে সঞ্জীবের মৃত্যু তা ময়না তদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version