মঙ্গলবার আক্রমণের মুখে পড়েন কাঁথির প্রবীণ সাংসদ শিশির অধিকারী। পূর্ব মেদিনীপুরের খেজুরির তেঁতুলতলা বাজারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবার গাড়ির লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায়, আহত হন প্রবীণ সাংসদ। আর বুধবার এই নিয়েই মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রমণের ঘটনাকে ‘বর্বর’ বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা।

দক্ষিণ দিনাজপুর জেলার তপনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির অধিকারীর গাড়িতে পাথর ছোড়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘বর্বর! শিশিরবাবু ৮৬ বছরের প্রবীণ রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করার পিছনে তাঁর অবদান অন্যতম। তাঁর গাড়িতে পাথর ছোড়া মানে পশ্চিমবাংলার প্রবীণদের উপরে পাথর ছোড়া।’

Sisir Adhikari : আক্রান্ত শিশির অধিকারী, কলকাতা হাইকোর্টে দায়ের মামলা
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত। মঙ্গলবার শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান থেকে এই নিয়ে সরাসরি রাজ্যপালকে হুঁশিয়ারি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়গুলির উপর সরাসরি আর্থিক বাধা তৈরি ও অধ্যাপকদের বেতন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মমতা। সেই নিয়েও এদিন মুখ খুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘বেতন বন্ধ করে দেখুক। একজনের বেতন বন্ধ করেছিল হাইকোর্ট কানমুলে দিয়েছে। লেকচার না মেরে বেতনটা বন্ধ করে দেখুক।’

Sisir Adhikari: খেজুরির পথে হামলার মুখে শিশির, ইটবৃষ্টিতে ভাঙল গাড়ির কাচ
উল্লেখ্য, বুধবার জন্মাষ্টমী উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুরে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এদিন জেলার তপন ব্লকের রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি। সেখানে জন্মাষ্টমী উৎসবের সূচনা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজ্য বিজেপির এই শীষনেতা।

অতীতে রাজ্যপালের অবস্থানের প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন বিরোধী দলনেতা। এবার উপাচার্য নিয়োগ নিয়ে সরাসরি রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ‘রাজ্যপাল একদম ঠিক কাজ করেছে। রাজ্যপালকে ক্ষমতা দিয়ে রেখেছে আইন। হাইকোর্ট অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। রাজ্যপাল নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করছেন। সংবিধানকে রক্ষা করার জন্য রাজ্যপাল কাজ করছেন।’

Suvendu Adhikari : ‘ব্রিটিশদের কিছু রাখা উচিত নয়…’, দেশের নাম পরিবর্তনের মাহাত্ম্য বোঝালেন শুভেন্দু
প্রসঙ্গত, মঙ্গলবারের আক্রমণের ঘটনায় নিয়ে সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন শিশির। তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন কাঁথির সাংসদ। আক্রমণের ঘটনার পর বিস্ফোরক দাবি করেন শিশির। তিনি জানান, আক্রমণকারীদের তিনি চেনেন এবং তাদের বিভিন্ন জায়গায় গুন্ডামি করতে দেখেছেন। আগামী নিয়ে এই উত্তাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version