আজকের শহরে Kolkata Traffic Update কেমন? কোন রাস্তায় যানজট হওয়ার সম্ভাবনা? রাস্তায় কোনও বড় মিটিং মিছিল রয়েছে কি? সকাল থেকেই মেট্রোয় বিভ্রাট, তার জন্য কোন রাস্তায় ভোগান্তি বাড়বে? জেনে নিন কলকাতার ট্রাফিক আপডেট একনজরে।

Kolkata Metro : মেট্রোয় পাওয়ার ব্লক! সাতসকালে বিঘ্নিত পরিষেবা
শহরে মিটিং মিছিল

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার বিকেল চারটে নাগাদ আর কিদওয়াই রোড এ একটি মিছিল রয়েছে। মাঝারি মানের লোক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে সেই মিছিলে। যে কারণে সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এছাড়া শহরে কোনও বড় মিটিং মিছিল নেই আজ।

Rainfall Forecast : ‘ফুল ফর্মে’ নয়া ঘূর্ণাবর্ত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
মেট্রোর জন্য ভোগান্তি

আজ সকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে Kolkata Metro তে বিপত্তি ঘটে। কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জেরে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। প্রায় আড়াই ঘণ্টা মেট্রোয় বিভ্রাট থাকায় কলকাতার রাস্তায় তার প্রভাব পড়ে।


কোন রাস্তায় যানজট

কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, মেট্রোয় বিভ্রাটের কারণে এনএসসি বোস রোড, ডিপিএসসি রোড, করুণাময়ী ব্রিজের আশেপাশের রাস্তায় যানজট তৈরি হয়েছে। ট্রাফিক মুভমেন্ট স্লো রয়েছে। এছাড়াও জহরলাল নেহেরু রোড, পার্কস্ট্রিট ফ্লাইওভারের কাছেও যানজট তৈরি হয়েছে। মেট্রোর বিভ্রাটে রাস্তায় যাত্রীদের চাপ বেড়েছে সকাল থেকেই।

ট্রাফিক পুলিশ কী বলছে?

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ সকালের পর থেকেই রাস্তায় গাড়ির চাপ অনেকটা বেড়েছে। মেট্রোয় বিভ্রাট তাতে বাড়তি মাত্রা যোগ করেছে। যদিও বৃষ্টির ঘনঘটা কাটিয়ে সকালের পর থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হওয়ার কারণে যান চলাচলে কিছুটা উন্নতি ঘটেছে। তবে কলকাতা শহরে বড় কোনও দুর্ঘটনা এখনও ঘটেনি।

সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গে?

কলকাতা পুলিশের তরফে ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক সর্বক্ষণের আপডেট জানার 2214-1457, 2250-5096 নম্বর গুলিতে আপডেট জানা যেতে পারে। এছাড়া কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সর্বক্ষণের জন্য ট্রাফিক আপডেট দেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version