Mobile Game খেলার নেশায় বুঁদ ছিল এক বালক। বেখেয়ালেই পেছন থেকে ছোবল দেয় একটি সাপ। সাপের ছোবলে মৃত্যু হয় ওই বালকের। মৃত বালকের নাম সাইন সর্দার। মর্মান্তিক ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।

Habra Hospital : জেলা হাসপাতালে উন্নীত হচ্ছে হাবড়া-অশোকনগর
কী ঘটেছে ?

মোবাইলে গেম খেলার সময় পিছন থেকে বিষধর সাপের ছোবল মৃত্যু বালকের। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলালী গ্রাম পঞ্চায়েতের কোটাবাড়ি এলাকার ঘটনা। বছর ছয় এর সাইন সরদার বাবার সঙ্গে এলাকার একটি দোকানে খাবার কিনতে যায়। সেই সময় বাবার মোবাইল ফোন নিয়ে একটি বেঞ্চের উপর বসে গেম খেলছিল। সেই সময় পিছন দিক থেকে একটি বিষধর সাপ এসে ছোবল মারে।

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! বাসের তলায় পিষ্ট বাইক, মৃত ১
পেছন থেকে সাপের ছোবল

সাপের ছোবলের কারণ হঠাৎই অচৈতন্য হয়ে পড়ে ওই বালক। তাকে উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর শারীরিক অবনতি হলে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে পড়েছে কোটা বাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকদিন ধরে একটি বিষধর সাপ এলাকায় ঘোরাঘুরি করছিল। সেই সাপের ছোবলেই মৃত্যু হয়েছে ওই বালকের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গোটা এলাকায় এখন শোকের ছায়া।

স্কুটার কেনার জন্য লোন নিতে গিয়ে চক্ষু চড়কগাছ জয়ন্তর

স্থানীয়রা কী বলছেন?

স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ করে ওর বাবা এসে বলে ছেলেকে সাপে কামড়েছে। কোথা থেকে একটি সাপ এসে ওকে ছোবল মারে। আমরা খবর পাওয়া মাত্রই ছুটে যায়। ওকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা করা যায় নি। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাপের ছোবলে মৃত্যু

সাপের ছোবলে মৃত্যুর ঘটনা মাঝেমধ্যে ঘটেছে বিভিন্ন জেলায়। সোমবারই হুগলি জেলায় সাপের কামড়ে মৃত্যু হল গ্রামের বধূর। জানা গিয়েছে, মৃতের নাম সাগরি ধারা (২২)। হুগলি জেলার আরামবাগের আরান্ডি পঞ্চায়েতের বলাইচক এলাকায় ঘটনটি ঘটে। পরিবারের লোকেরা জানান, বাড়িতে কাজকর্ম করার সময় অজানা কিছু তাঁর পায়ে কামড়ে দেয়। এরপরেই তিনি বাড়ির লোককে বিষয়টি জানান। স্থানীয়রা তাঁকে তৎক্ষণাৎ আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই মহিলার। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version