রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল পৌনে সাতটার সময় এই ঘটনাটি ঘটেঠছিল। এদিন একটি মালগাড়ি ফরাক্কার দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। নিউ ফরাক্কা স্টেশন থেকে বেরিয়ে মালগাড়িটি ফরাক্কা ব্যারেজের রেল লাইনের উপর উঠতেই ঘটে বিপত্তি। মালগাড়ির পিছনের দিকে থাকা তিনটি বগি মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা স্টেশনের রেল আধিকারিকরা।
মালগাড়ির চালককে বিশেষ সংকেত পাঠিয়ে গাড়িটিকে থামানো নির্দেশ দেওয়া হয়। রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে তড়িঘড়ি তিনটি বগি আবার মালগাড়ির সঙ্গে জুড়ে দেন। এরপরই ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলেছে জানা গিয়েছে। মালগাড়ির বিপত্তির কারনে বেশ কিছুক্ষন বন্ধ ছিল ট্রেন চলাচল। এরপর ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়। যদিও এই ঘটনায় রেলের আধিকারিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ইসমাইল শেখ বলেন, ‘সকাল বেলা হঠাৎ করে চলন্ত মালগাড়ির তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ইঞ্জিন ছাড়াই লাইন ধরে বগি তিনটি বেশ কিছুটা এগিয়ে যেতে থাকে। দুর্ঘটনার ঘটনার সম্ভাবনা ছিল। খবর পেয়েই রেলের আধিকারিকরা ছুটি আসেন। কিছুক্ষণ পর বগি তিনটি মাল গাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হয়। তারপরই রেল চলাচল স্বাভাবিক হয়েছে।’
সম্প্রতি Farakka Bridge-র ডাউন রেললাইনে বড়সড় দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি গিয়ে সোজা ধাক্কা মারে মালগাড়িতে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ চাকার ওই লরিটি মালগাড়িটিতে ধাক্কা মেরেছিল। আপতকালীন ব্রেক ব্যবহার করে মালগাড়ির চালক ডাউন লাইনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়। মালগাড়িতে ধাক্কা মারার আগে ফরাক্কার দিক থেকে আসা একটি ট্রাক্টরেও ধাক্কা মেরেছিল লরিটি। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে সেটি মালগাড়িটিকে ধাক্কা মারে। খবর পেয়ে সিআইএসএফ ও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।