প্যান্ডেলের রং নিয়ে আপত্তি! প্যান্ডেলের রং এর কারণে না কী বাতিল দুয়ারে সরকার ক্যাম্প! এমনই গুরুতর অভিযোগ উঠেছে মালদার গাজোলে। অভিযোগ, নীল সাদার পরিবর্তে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য গেরুয়া এবং সাদা রঙের প্যান্ডেল করার কারণেই বাতিল করে দেওয়া হয়েছে সরকারি শিবির। মালদার গাজোলেে দুয়ারে সরকার ক্যাম্প বাতিল হয়ে যাওয়ায় এই অভিযোগে সরব হয়েছে BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান।

ঘটনাটি মালদার গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না এলাকায়। যদিও দুয়ারে সরকার শিবির বাতিলের কারণ হিসেবে এই অভিযোগ মানতে নারাজ গাজোলের বিডিও অরুন কুমার সরদার। তাঁর দাবি, ‘কর্মী কম থাকায় দুয়ারে সরকার ক্যাম্প করা সম্ভব হয়নি।’ একইসঙ্গে বিডিও-এর আশ্বাস, দুদিনের মধ্যে ওই এলাকায় আবার ক্যাম্প করা হবে। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান‌উতোর। দুয়ারে সরকার ক্যাম্প না হওয়ায় চরম ভোগান্তির শিকার এলাকার বাসিন্দারা।

Duare Doctor: জঙ্গলমহলে ‘দুয়ারে ডাক্তার’, শিবিরে মিলছে কোন কোন পরিষেবা? জেনে নিন
রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বুধবার মালদার গাজোল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল।কিন্তু, রাতে প্রধানকে ফোন করে জানিয়ে দেওয়া হয় এই ক্যাম্প বুধবার হচ্ছে না। যদিও কী কারণে স্থগিত রাখা হলো সেই বিষয়ে কিছুই জানানো হয়নি প্রধানকে।

আলাল গ্রাম পঞ্চায়েতের BJP প্রধান উমা মন্ডল বলেন, ‘কী রংয়ের প্যান্ডেল হবে তাকে আগাম জানানো হয়নি।গেরুয়া এবং সাদা রঙের প্যান্ডেল করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে।’ তার অভিযোগ, ‘নীল-সাদার পরিবর্তে গেরুয়া রং ব্যবহার করাতেই বাতিল করে দেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।’

Duare Sarkar : ডাকের সাজে ‘লক্ষ্মীলাভ’ মহিলা শিল্পীদের, বাজার ধরতে স্বনির্ভরতার স্টল দুয়ারে সরকারেও
এদিকে ক্যাম্প বাতিল হওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কাজকর্ম ছেড়ে কেউ লক্ষ্মীর ভাণ্ডার আবার কেউ অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধা পেতে হাজির হয়েছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে। কিন্তু, এসে জানতে পারেন ওখানে দুয়ারে সরকার শিবির হচ্ছে না। আর এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্যাম্পে আসা মানুষেরা।

Duare Doctor : চিকিৎসার স্বার্থে রাজ্যে ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি, ভূয়সী প্রশংসায় বিজেপি
BJPর তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের সহ-সভাপতি বাবলা সরকার জানান, ‘BJPর এটি চক্রান্ত। দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষ যাতে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা না নিতে পারে, তার জন্য সরকারি নিয়ম না মেনে BJP প্রধান গেরুয়া সাদা রংয়ের ব্যান্ডেল করেছিল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version