দমবন্ধকরা গরমের দেওয়া ঘায়ে বুধবার লাগবে বৃষ্টির প্রলেপ! অন্তত তেমনই ইঙ্গিত করছে আলিপুর আবহাওয়া দফতর। নেপথ্যে ‘গেম চেঞ্জার’ ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত। আর তা ধীরে ধীরে নিম্নচাপের রূপ নেবে কিনা তা এখন দেখার। এই ঘূর্ণাবর্তের অভিমুখ ওডিশা উপকূল হলেও সরাসরি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
গত কয়েকদিন ধরেই ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। বেড়েছে তাপমাত্রার পারদ। একইসঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে নাজেহাল সাধারণ মানুষ। কিন্তু, বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতার আকাশ থাকবে মেঘলা। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত এলাকাতেই। তাপমাত্রাও একধাক্কায় কমবে বেশ কিছুটা।

Kolkata Today Weather : বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, ‘গরম মেজাজ’ বদলে বুধ থেকেই তুমুল দুর্যোগ কলকাতা সহ জেলায় জেলায়
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ। বুধবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতি এবং শুক্রবার মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। আগামী শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে।

Rainfall Forecast : ‘ফুল ফর্মে’ নয়া ঘূর্ণাবর্ত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তা এদিন নিম্নচাপে পরিণত হতে পারে এবং আরও শক্তি সঞ্চয় করে তা এগিয়ে যাবে ওডিশা উপকূলের দিকে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তুমুল বৃষ্টি কলকাতায়? নজরে আজকের আবহাওয়া

আর এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত এই রকমই থাকবে পরিস্থিতি। শনিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আর চলতি সপ্তাহে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কমতে পারে চার ডিগ্রি পর্যন্ত।
Rainfall Forecast : আচমকাই ‘ইউ টার্ন’ নিম্নচাপের, ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আপাতত উত্তরবঙ্গে কোনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-এই তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version