এই সময়, ঝাড়গ্রাম: তিন রাজমিস্ত্রির প্রেমে পড়ে একসঙ্গে উধাও হয়েছিল দশম শ্রেণির তিন বান্ধবী। পুলিশের তৎপরতায় মোবাইল ফোন ট্র্যাক করে বারো ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করল পুলিশ। ফুসলিয়ে ৩ নাবালিকেক নিয়ে যাওয়ার অভিযোগে দুই রাজমিস্ত্রিকে গ্রেফতার করা হয়। এক জন পলাতক। অভিযুক্তরা তিন নাবালিকাকে নিয়ে হাওড়া থেকে মুম্বই পালানোর পরিকল্পনা করেছিল বলে জানতে পেরেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বাজার থেকে তিন বান্ধবীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রওনা দেয় তিন যুবক। এ দিকে সন্ধ্যা নেমে এলে তিন কন্যা বাড়ি না ফেরায় তাদের পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। তিন নাবালিকার উধাও হওয়ার ঘটনা গ্রামে রটে যাওয়ায় কয়েকজন গ্রামে পাকা বাড়ি তৈরি করতে আসা রাজমিস্ত্রিদের ঠিকানায় যান।

Kolkata News : স্কুলের সামনে থেকে অপহরণের ঘটনার পিছনে ত্রিকোণ প্রেম!
সেখানে গিয়ে তাঁরা দেখেন, ১১ জন রাজমিস্ত্রির মধ্যে তিনজন উধাও। তাঁরা কোথায় গিয়েছে, সদুত্তর দিতে না পারায় বাকি আটজনকে স্থানীয় ক্লাবঘরে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গোপীবল্লভপুর থানার পুলিশ অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে। রাজমিস্ত্রিদের ফোন বন্ধ থাকায় তাঁদের লোকেশন জানতে সমস্যা হয়।

Durgapur News : চাকরির খোঁজে বাড়ি ছেড়ে সেক্স র‍্যাকেটের ফাঁদে তরুণী
হঠাৎ এক জন ফোন চালু করলে পুলিশ টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁদের গতিবিধি জানতে পারে। সেখানে হানা দিয়েই ভোররাতে তিনকন্যাকে উদ্ধারের পাশাপাশি দু’জন রাজমিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত শেখ নাজিমুদ্দিন ও শেখ শরিফুল বিবাহিত। পলাতক শেখ আরিফুল অবিবাহিত। সকলের বয়স তেইশ থেকে পঁচিশের মধ্যে। বৃহস্পতিবার স্কুলে যায় তিন বান্ধবী। সেখানেই তারা তৈরি করে বাড়ি থেকে পালানোর ছক।

Ragging in West Bengal : অষ্টম শ্রেণির পড়ুয়াকে বেধড়ক মারধর, র‌্যাগিংয়ের অভিযোগ এবার স্কুল হস্টেলে
স্কুল থেকে বাড়ি ফিরে আসে তিন বান্ধবী। তারপর প্রেমের টানেই একসঙ্গে বাড়ি থেকে বিকেলে বেরিয়ে যায় তিনকন্যা। রাজমিস্ত্রিদের সঙ্গে বাজারে গিয়ে কথা বলে সকলে চম্পট দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বান্ধবীর বাড়ি গোপীবল্লভপুর থানা এলাকায়। তিন কন্যায় দশম শ্রেণিতে পড়ে। একে অপরের সঙ্গে গভীর বন্ধুত্ব।

Robbery : রানাঘাটের ন্যায় বড়সড় ডাকাতির ছক, পুলিশের তৎপরতায় ঝাড়গ্রাম গ্রেফতার ৫ দুষ্কৃতী
বাড়ি থেকে বেরিয়ে তিন বান্ধবী এক সঙ্গে পায়ে হেঁটে স্কুলে যেত। ওই এলাকায় পাকা বাড়ি তৈরির জন্য হাওড়া ও আশপাশ থেকে ১১ জন রাজমিস্ত্রি একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। স্কুল থেকে বাড়ি যাওয়া-আসার পথে তিন বান্ধবীর সঙ্গে পরিচয় হয় তিন যুবকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version