অয়ন ঘোষাল: সোমবার সকালে বিশেষ অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

বিরোধীদের ইন্ডিয়া জোটে সমন্বয় কমিটিতে বামেদের অনুপস্থিতি ও পশ্চিমবঙ্গ এবং কেরালায় তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে তাদের লড়াই নিয়ে তিনি বলেন, ‘জোটটা তো আপনাদের খবর করার জন্য লোককে দেখানো হয়েছে, জোট হবে না ঘোট হবে। আরও ভবিষ্যৎ আসুক কিন্তু এরা যারা পরস্পরবিরোধী স্বার্থের লোক তারা এক জায়গায় কি করে থাকতে পারে’।

আরও পড়ুন: CPM: আসন খালি রাখা হয়েছিল, ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএম!

তিনি আরও বলেন, ‘তারপরে জেড(ইউ)-এর লোকেরা বলছে একমাত্র ওনাদের নেতা নিতিশ বাবু সৎ ব্যক্তি, বাকি সব দাগি। ওদের নিজেদের মধ্যে ভরসা নেই। রাহুল গান্ধী বলছেন একমাত্র আরএসএস  পারে মোদিকে সরাতে। তারাও পারবেন না। জোট পারবেনা। কংগ্রেসও পারবে না। ওদের যে মন্তব্য আসছে পরস্পর বিরোধী। সব বলছে সব জায়গায় ক্যান্ডিডেট দেব। সিপিএম বলছে এদের সঙ্গে যদি হাত মেলাই যা দু চার শতাংশ ভোট আছে সেটাও চলে যাবে মানুষ জেনে যাবে সবাই ধান্দাবাজ’।

আরও পড়ুন: TMC Nabajowar: পুজো মিটলেই ফের জনসংযোগ কর্মসূচি, লোকসভার আগে তৃণমূলের নবজোয়ার ২.০!

সোনিয়া গান্ধীর মহালক্ষী ভান্ডার ঘোষণা নিয়ে তিনি বলেন, ‘সবাই কিছু না কিছু প্রলোভন দেখায় নির্বাচনের আগে ভোটারদের ধরার জন্য। ওরা যেখানে সরকার চালাচ্ছে সেখানে জনগণকে কী দিচ্ছে? এত দুর্নীতি এত হিংসা কেন? সেটা আগে ঠিক করুক। ওনাদের লোকেরা সেই দুর্নীতির লুটে যুক্ত হয়ে যাচ্ছে কংগ্রেসকে নতুন করে চিনতে হবে না, লোকেরা চেনে’।

পঞ্চায়েতে বিজেপির বলা অন্নপূর্ণা ভাণ্ডারে কী লক্ষী ভান্ডারকে কাউন্টার করা হচ্ছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাতো কেন্দ্র সরকারের প্রজেক্ট নয়। রাজ্যে রাজ্যে এই ধরনের ডোল প্রজেক্ট চলে। যখন রাজ্যে নির্বাচন হবে তখন পার্টি ভাববে কিছু করা যায় কি না’।

‘ইন্ডিয়া’-র সমন্বয় কমিটিতে বামফ্রন্টের না থাকার সিদ্ধান্ত প্রসঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা আগেও বলেছিলাম এই ইন্ডি জোট মোটেও কোন স্যুটেবল জোট নয়। কারণ নীতি এবং আদর্শ এক নয়। শুধুমাত্র ক্ষমতার লোভে এরা একসঙ্গে হয়েছে। অতএব এই জোট চিরস্থায়ী হতে পারেনা’।

তেলেঙ্গনায় সনিয়া গাঁধী নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া মহালক্ষ্মী প্রকল্প রাজ্যের লক্ষ্মীর ভান্ডারেরই প্রকার প্রসঙ্গে তিনি বলেন, ’পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার ভারতবর্ষের প্রথম এই ধরনের স্কিম, এই যে ধারণাটা তৃণমূল বাংলার মানুষের কাছে এবং আপনাদের কাছে তৈরি করেছে এটা সম্পূর্ণ ভুল। লক্ষীর ভান্ডার শুরু হওয়ার অনেক আগে থেকে মধ্যপ্রদেশের লাডলি বেহেনা প্রকল্পে ১ কোটিরও বেশি মহিলা এই মুহূর্তে বারোশো টাকা করে পাচ্ছে প্রতিমাসে। পশ্চিমবঙ্গে কত পায় ৫০০ টাকা, কেউ কেউ হাজার টাকা।  তাহলে মধ্যপ্রদেশ তো আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version