ট্রেন কখন ছাড়বে? Bolpur Railway Station-এ জানতে আসছেন অনেকেই। কিন্তু একি! Enquiry কাউন্টারে কে বসে আছেন? চার পেয়ে প্রাণীকে দেখে অবাক অনেকেই। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে তথ্যানুসন্ধান দফতরে কাজ করছে স্বয়ং হনুমান।

Birbhum News : সিউড়ি রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! ধান বোঝাই গাড়ি উলটে মৃত ২, আহত ৭
কী ঘটনা ঘটেছে?

‘বাঁদরের বাঁদরামি দেখছেন’ প্রবাদ ব্যাকে বলে থাকেন অনেকেই। সে কিনা সরাসরি একটি রেলের তথ্যানুসন্ধান ঘরে ঢুকে বেয়াদপি করবে? এরকম দৃশ্য দেখা গেল বোলপুর স্টেশনে। এক হনুমান অফিসে ঢুকে সোজা বসে পড়ে তথ্যানুসন্ধান অফিসারের চেয়ারে। এখানেই শেষ নয়। চেয়ারে বসে কম্পিউটারের কীবোর্ড হাত দিয়ে কাজ করতে দেখলে হতবাক তো হবেন সকলে।

Santiniketan World Heritage : শান্তিনিকেতনের হেরিটেজ তকমায় কৃতিত্ব কার? মুখ খুললেন বিশ্বভারতীর উপাচার্য
ভিডিয়ো‌ তোলার হিড়িক

এরকম এক দৃশ্যের সাক্ষী থাকলে ভিডিয়ো‌ না করে থাকা যায়? এরকমই ভিডিয়ো‌ মোবাইল বন্দি হলো ১৭ সেপ্টেম্বরের দুপুর নাগাদ। বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনের রেল দফতরের তথ্যানুসন্ধান অফিসে। আর যেখানে দফতরের কোনও আধিকারিককে তোয়াক্কা না করে হনুমানটি চেয়ারে বসে কাজ করছে কম্পিউটার কী বোর্ড হাত দিয়ে। থেমে থাকে নি এমনকি পাশে রাখা কাগজ নথি পাতা উল্টে উল্টে দেখেও সে। একেবারে মানুষের মতো কায়দাতে কম্পিউটারের কি বোর্ডে টাইপ করতে দেখা যায় হনুমাটিকে। কখনও তাকিয়ে থাকে কম্পিউটার স্কিনে।

Bolpur Chit Fund Case: আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর পড়ুয়া, সম্পর্কে বোলপুর চিটফাণ্ড কেসে অভিযুক্তের বোন
হনুমানের কাণ্ড ভাইরাল

হনুমানের এই কর্মকাণ্ডটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। প্রথমে ফেসবুকে বোলপুর শান্তিনিকেতন নামের একটি গ্রুপে ভিডিয়ো‌টি পোস্ট হয়। যেখানে নানান মজার মজার কমেন্ট শুরু করে মানুষ জন। এরপর এই মজার ভিডিয়ো‌ ছড়িয়ে পড়ে সর্বত্র। সকলেই মজার ছলে বিষয়টিকে দেখছেন। তবে এ বিষয়ে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন কর্তৃপক্ষ ও আধিকারিকরা তেমন কোনও মন্তব্য করতে চান নি। তবে জানা গিয়েছে, হনুমানটিকে প্রায় ৩০ মিনিট পর বের করা হয় কলা-বিস্কুট দেখিয়ে।

কৌশিকী অমাবস্যায় কঙ্কালীতলায় ভক্তের ডাকে সাড়া দেন মা?

হনুমানজি নিলেন বিদায়

প্রথমে নিজের মনে যেন কর্মে মনোযোগী হয়ে উঠেছিলেন হনুমানটি। চেয়ার ছেড়ে উঠতেই চলছিলেন না তিনি। স্টেশনে কর্তব্যরত রেলের অন্যান্য আধিকারিকরাও বিষয়টি দেখার জন্য তথ্যানুসন্ধান ঘরে ছুটে আসেন। এরপর হনুমানটিকে খাবারের লোভ দেখিয়ে ধীরে ধীরে ওই ঘরের বাইরে আনা হয়। খাবারের লোভে নিজের কাজ ছেড়ে চেয়ার ছেড়ে অবশেষে বাইরে বেরিয়ে আসেন তিনি। স্টেশনে কর্তব্যরত রেলের আধিকারিকরা হাফ ছেড়ে বাঁচেন রেলের আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version