পঞ্চায়েত কর্মচারীদের আন্দোলনের জের,পরপর দুদিন বাতিল হয়ে গেল দুয়ারে সরকার শিবির। পরিষেবার খোঁজে শিবিরে এসে ফিরে গেলেন অনেকে। অবশেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপে মিটল সমস্যা! আজও অচল পান্ডুয়ার পঞ্চায়েতের কাজকর্ম।হল না দুয়ারে সরকার শিবির।

সোমবার থেকে পান্ডুয়ার ১৬ টি গ্রাম পঞ্চায়েতের কর্মচারীরা বিক্ষোভে সামিল হয়েছেন পান্ডুয়া বিডিও অফিসে।হাতে প্ল্যাকার্ড নিয়ে বিডিওর ঘরের সামনে ধর্নায় বসেছেন তারা। কর্মীদের দাবি, তাদের নিরাপত্তা দিতে হবে। অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের মিটিং হলের চাবি না পেয়ে পঞ্চায়েত কর্মীদের অকথ্য ভাষায় আক্রমণ করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। এরই বিচার চেয়ে পান্ডুয়ার সমস্ত পঞ্চায়েতের কর্মীরা বিডিওর দ্বারস্থ হয়েছেন।

Hooghly News : সরকারি কর্মীদের উপর TMC নেতার ‘দাদাগিরি’! ধরনা-বিক্ষোভে বন্ধ দুয়ারে সরকার

সোমবার অর্থাৎ গতকাল কর্মীদের আন্দোলনের জেরে সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির বাতিল হয়। আজও একইভাবে হরাল দাসপুরের দুয়ারে সরকার শিবির করতে পারেনি পান্ডুয়া ব্লক প্রশাসন।পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পান্ডুয়া বিডিও অফিসে যান সদর মহকুমা শাসক সৈকত গঙ্গোপাধ্যায়। তিনি আন্দোলনকারী পঞ্চায়েত কর্মীদের সঙ্গে কথা বলেন। পান্ডুয়া বিডিওর সঙ্গে কথা বলে বেরিয়ে যাবার সময় বলেন, ‘জেলাশাসক কে যা বলার বলব।’

Duare Doctor : সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা সরবরাহ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু দুয়ারে ডাক্তার
পঞ্চায়েত কর্মচারী নিমাই রায় বলেন,’আমাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই কারণে আমরা দুদিন পেন ডাউন করেছিলাম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে।জেলাশাসক আজকে সদর মহকুমা শাসককে পাঠিয়েছিলেন। আমাদের সঙ্গে কথা হয়েছে মহকুমা শাসক বলেছেন এরপরে এই ধরনের কোন ঘটনা হলে আইনগত যা ব্যবস্থা সেটা নেওয়া হবে। আগামী কাল থেকে কাজে যোগ দেবেন কর্মীরা।

Duare Sarkar Camp: প্যান্ডেলের রং নীল সাদার পরিবর্তে সাদা গেরুয়া, বাতিল দুয়ারে সরকার ক্যাম্প! অভিযোগ BJP-র
তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন,’যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা। আমি নিজে সঞ্জয় ঘোষের সঙ্গে কথা বলেছি।কথা বলেছি প্রশাসনের সঙ্গেও।পঞ্চায়েতে যারা কর্মচারী আছেন, তারা মানুষকে পরিষেবা দিন। এখন দুয়ারে সরকার চলছে।বাকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলগতভাবে যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব।’

Duare Doctor: জঙ্গলমহলে ‘দুয়ারে ডাক্তার’, শিবিরে মিলছে কোন কোন পরিষেবা? জেনে নিন
পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার। ৩০ সেপ্টেম্বর শেষ হবে শিবির। প্রথম পর্বে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন নেওয়া হয় দুয়ারে সরকার শিবিরগুলিতে। ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। মোট ৩৫টি পরিষেবা মিলছে এবারের শিবির থেকে। দুদিন এলাকাবাসী পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version