আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে দুর্নীতির অভিযোগ। সিবিআই-ইডি তদন্তের নির্দেশ বহাল রাখল বিচারপতির সব্যসাচী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের এই অংশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। তবে সিআইডিকে জরিমানার নির্দেশ খারিজ করল আদালত। কোন জরিমানা দিতে হবে না সিআইডি-কে। সিআইডির বিরুদ্ধে করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যও নির্দেশনামা থেকে অপসারিত করল ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যকে জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশের উপরেই স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে তদন্ত প্রক্রিয়ায় কোনওরকম স্থগিতাদেশ দেয়নি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

Justice Abhijit Ganguly : ‘গরিবের টাকা নিয়ে ছেলেখেলা…’, রাজ্যকে ৫০ লাখ জরিমানা ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। প্রথমে থানায় সেই অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করলে আলিপুরদুয়ার থানা। পরবর্তীতে তদন্তভার যায় সিআইডি-র হাতে। ঘটনায় গ্রেফতারও করা হয় পাঁচজনকে। তবে অভিযোগ ওঠে কোনও আমানতকারী নিজের প্রাপ্য টাকা ফেরত পাননি। যার জেরে মামলার জল গড়ায় হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুরু হয় শুনানি। গত ২৪ অগাস্ট এই দুর্নীতির তদন্তের নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সেখানও অভিযোগ ওঠে, সিআইডি এই মামলার কোনও তথ্যই ইডি বা সিবিআই-এর হাতে তুলে দেয়নি। বিচারপতির সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় সিআইডি।

Justice Abhijit Ganguly : আলিপুরদুয়ারে মহিলা সমবায় সমিতিতে বড় দুর্নীতি, CBI-কে ‘পদক্ষেপ’-এর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এরপর গত শুক্রবার আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্যের তদন্তকারী সংস্থাটিকে। তীব্র ভর্ৎসনা করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে, এতদিনেও জানে না সিআইডি, কিন্তু আমি জানি। আপনারা তদন্ত করছেন না উলটে আবার পুরনো নির্দেশ পুনর্বিবেচনা জানানোর আর্জি জানিয়েছেন।’ এরপর ২ সপ্তাহের মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কাছে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

Recruitment Scam : ‘ভুয়ো’ শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়! শিক্ষা দফতরের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত CID-র
গত ২০২০ সালে আলিপুরদুয়ারের মহিলা সমবায় ঋণদান সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগেরই তদন্ত করছিল সিআইডি। কিন্তু তিন বছর কেটে গেলেও তদন্তে কোনও অগ্রগতি না হওয়ায় তদন্তভার সরাসরি সিবিআই এবং ইডিকে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশই পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্যের তদন্তকারী সংস্থা। আর তাতেই সিআইডি-কে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারপতি গঙ্গো পাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version