টানা গরম থেকে স্বস্তি। দুদিন বৃষ্টির জেরে মনোরম পরিবেশ উত্তরবঙ্গ জুড়ে। দার্জিলিং ও কালিম্পং পাহাড় থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে কোচবিহার ও আলিপুরদুয়া জেলায় তাপমাত্রা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাসিন্দারা। তবে টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদী গুলোর জলস্তর বেড়ে যাওয়ায় সতর্ক করল নবান্ন।

Siliguri Weather : শিলিগুড়িতে ৩৬ ডিগ্রি! তাপমাত্রার নিরিখে দক্ষিণকে হারিয়ে দিল উত্তর
বৃষ্টির পরিমাণ কত?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ৪০.৭মিলিমিটার। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৮৯.২০ মিলিমিটার, ময়নাগুড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ ৬১, মালবাজারে ৯৪.৮০ ও বানারহাটে ১২০ মিমি বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সঙ্গে পাশাপাশি হালকা ঝড়ও হয়। জলস্তর বেড়ে যাওয়ায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

Darjeeling Weather Today : মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়! দার্জিলিঙে সতর্কতা জারি, বড় আপডেট আবহাওয়া দফতরের
ফুলে ফেঁপে উঠেছে নদী

টানা বৃষ্টির কারণে উত্তরবঙ্গের মহানন্দা, জলঢাকা, করলা, মানসাই নদী গুলিতে জলস্তর অনেকটাই বেড়েছে। মহানন্দা নদীর জলস্তর বিপদসীমা ছুঁই ছুঁই রয়েছে বলে খবর। জল নামার পর নদীর পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জলপাইগুড়ি জেলায় জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। ৩১নম্বর জাতীয় সড়ক থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সংশ্লিষ্ট নদীর দু’পারে বাসিন্দাদের ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। মাথাভাঙা এলাকার মানসাই, ধরলা, সুটুঙ্গা নদীতেও জলস্তর অনেকটাই বেড়েছে। যাতে নদী তীরবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা চিন্তায় রয়েছেন।

Siliguri Weather : ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জল! বর্ষার ভরা মরসুমে হাহাকার শিলিগুড়িতে
পুজোয় প্রভাব পড়বে?

তবে বৃষ্টির কারণে চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিমা শিল্পীরা। তাঁদের মতে, বৃষ্টি চলতে থাকলে প্রতিমা গড়তে এবং প্যান্ডেল নির্মাণে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে। কাজে অনেকটাই বিলম্ব হবে বলে জানান তাঁরা।

ঘূর্ণাবর্তের জোড়া ফলা! ভাসবে শহর কলকাতা?

কৃষিকাজে সহায়তা

যদিও, দুদিনের বৃষ্টিতে অনেকটাই স্বস্তিতে কৃষকরা। তাঁরা জানাচ্ছেন, শীতের আগে আমন ধানের চাষ শুরু হয়। সেইক্ষেত্রে এই বৃষ্টি অনেকটাই সাহায্য করবে বলে জানাচ্ছেন তাঁরা।
যদিও, গরমের জেরে হাঁসফাঁস অবস্থা ছিল শিলিগুড়ির। পুজোর আগে গরমের জেরে পর্যটন নিয়েও চিন্তায় ছিলেন ভ্রমণ ব্যবসায়ীরা। বৃষ্টিতে আবহাওয়া মনোরম হওয়ায় পর্যটনের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে বলেই মনে করছেন সকলে। অক্টোবর মাসের শুরু থেকেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা গুলিতে পর্যটকদের চাপ বাড়তে থাকবে। তার আগে বৃষ্টি আবহাওয়া অনেকটাই শীতল করে দিল বলে মনে করছেন সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version