অভিসার থেকে অবসর, প্রেম থেকে ঝটিতি সফর, সবেতেই বাঙালির প্রথম পছন্দ দিঘা। ঘরের পাশের এই সমুদ্র সৈকতে রাজ্যবাসীর এই ভালোবাসার কারণেই সারা সপ্তাহ, সারা বছরই জমজমাট। দক্ষিণবঙ্গের যেকোনও স্থান থেকে তাই দিঘার পরিবহনের চাহিদাও বেশি। এরই মাঝে উত্তর ২৪ পরগনার মানুষদের জন্য সুখবর। পুজোর আগেই দারুণ সস্তায় চালু হচ্ছে দিঘা রুটের নয়া বাস।

পুজোর আগে দারুণ খবর সীমান্ত শহর বনগাঁ বাসীদের জন্য। বনগাঁ অর্থাৎ জেলার প্রান্তিক এলাকা থেকে এখন মাত্র ২০০ টাকায় পৌঁছে যাওয়া যাবে সৈকত শহর দিঘায়। সমুদ্রের টানে ছুটি কাটাতে সারা বছরই কমবেশি ভিড় থাকে পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে। তবে উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রান্তিক এলাকার থেকে এতদিন দিঘা যেতে বেশ অনেকটাই হ্যাপা পোহাতে হত মানুষদের। হাবরা থেকে এসে ধরতে হত বাস বা সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে ধরতে হত দিঘার বাস।

Digha Beach News: সিঙ্গাপুরের মজা দিঘাতেও! এবার তৈরি হচ্ছে ‘আন্ডার ওয়াটার পার্ক’, কী থাকবে সেখানে?

দীর্ঘদিন ধরেই বনগাঁ সহ ২৪ পরগনার এই প্রান্তিক এলাকার মানুষদের দাবি ছিল, সৈকত নগরীর সঙ্গে সরাসরি বাস পরিষেবার। অবশেষে সেই দাবি মেনেই,চালু হল গোপালনগর থেকে দিঘা বাস পরিষেবা। এদিন থেকেই গোপালনগর সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (SBSTC) নতুন রুটের বাসের শুভ সূচনা করলেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। উল্লেখ্য, মাস কয়েক আগেই BJP বিধায়ক অশোক কীর্তনিয়া সরাসরি বনগাঁ দিঘা ট্রেন চালুর আর্জি জানিয়ে রেলমন্ত্রকে চিঠি লিখেছিলেন তিনি। ট্রেন রুট চালুর আগেই শুরু নয়া রুটে সরকারি বাস পরিষেবা।

WBTC Puja Parikrama 2023 : সরকারি এসি বাসে পুজো পরিক্রমার দারুণ সুযোগ, সঙ্গে মিলবে ব্রেকফাস্ট-লাঞ্চও
ভ্রমণ পিপাসু মানুষদের কথা মাথায় রেখে, গোপালনগর থেকে এই বাস পরিষেবা মিলবে। জানা গিয়েছে, প্রতিদিন ডিপো থেকে সকাল ৬ টায় ছাড়বে এই বাস। এরপর হাবরা, বারাসত, ডানলপ, কোলাঘাট হয়ে চলে যাবে সোজা দিঘা। প্রান্তিক এলাকার মানুষদের কথা মাথায় রেখেই, একেবারে স্বল্প খরচে মিলবে এই সরকারি বাস পরিষেবা।

Puja Tour Plan : মহাষ্টমীতে সরকারি এক্সিকিউটিভ বাসে দেখুন কামারপুকুর-জয়রামবাটির পুজো, রইল খরচ ও বুকিংয়ের খুঁটিনাটি
গোপালনগর থেকে দিঘা যেতে ভাড়া পড়বে মাত্র ২০০ টাকা। তবে এই বাসে জেলা সদর শহর থেকে শুরু করে, রুটের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন সীমান্ত এলাকার মানুষজন। তাই হাতে দু-একদিনের সময় পেলেই সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে আর কোন ঝক্কি পোহাতে হবে না সীমান্ত এলাকার মানুষদের। এই বাস পরিষেবা চালু হওয়ায় রীতিমতো খুশি প্রান্তিক এলাকার মানুষজন। সূচনার পর, এদিনই প্রথম যাত্রী নিয়ে দিঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করল বাসটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version