বুধবার বিকেলে হঠাৎ বাগডোগরা বিমানবন্দরে হাজির হলেন সায়নী ঘোষ। সপরিবারে এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমান বন্দরে এসে হাজির হন। তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী হাজির হতেই ছেঁকে ধরেন সাংবাদিকরা। এরপর কী বার্তা দিলেন তিনি?

Sayani Gupta: বলিউডের বঙ্গ তনয়া এবার টলিউড ডেবিউ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অসুখ বিসুখে’ সায়নী গুপ্ত
সায়নী কী বললেন?

আগামী ২ অক্টোবর তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো অভিযান রয়েছে। দিল্লির রাজঘাটে গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধা জানাবেন তৃণমূল নির্বাচিত প্রতিনিধিরা। এরপর কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই কর্মসূচি সম্বন্ধেই এদিন মন্তব্য করেন সায়নী ঘোষ।

Saayoni Ghosh : ‘আগামী দিনে বড় লড়াই রয়েছে’, পঞ্চায়েত ভোটের আগে ‘জন সংযোগে’ নেমে মন্তব্য সায়নীর
সায়নী এদিন জানান, ‘ আমাদের তো আজ নয় কাল দিল্লি যেতেই হবে। বাংলার হতভাগ্য মানুষরা যাঁরা তাঁদের নিজস্ব পাওনা পাচ্ছেন না, তাঁদের জন্য তৃণমূল কংগ্রেস লড়ছে। আমরা সবাই যাচ্ছি।’ কী ভাবে দিল্লির কাছ থেকে টাকা আদায় করতে হয়, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবেই জানেন। তাঁদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব বলে বার্তা তৃণমূল যুব নেত্রীর।

Saayoni Ghosh Covid: করোনা আক্রান্ত সায়নী ঘোষ, আপাতত বাড়িতেই অভিনেত্রী
দার্জিলিং ভ্রমণ

দার্জিলিং ঘুরতে সপরিবারে বাগডোগরা বিমানবন্দরে নামেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে দার্জিলিংয়ের উদ্দেশ্য র‌ওনা দেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে সায়নীকে সংবর্ধনা প্রদান করেন তৃণমূল যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। সায়নী জানান, সপরিবার ঘুরতে এসেছি। বিদেশ যাচ্ছি না। পাশাপাশি আগামী ২রা অক্টোবর দিল্লিতে ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে ধরনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশে রাজঘাট ও পরে যন্তরমন্তরে ধরনা হবে এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বাড়ি যাওয়া হবে।

Sayooni Ghosh : হাম হ্যায় না বলেও সায়নী আজ এড়ালেন ইডি জেরা

দিল্লিতে তৃণমূল

আগামী ২ অক্টোবর তৃণমূলের সমস্ত সাংসদ, জেলা সভাধিপতিরা হাজির হচ্ছেন দিল্লিতে। এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির হওয়ার কথা থাকলেও স্পেন সফরে পায়ে কিছু সমস্যা হওয়ার কারণে চিকিৎসকের পরামর্শে তাঁর দিল্লি যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই এই কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই কর্মসূচির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। গ্রামবাসীদের বকেয়া আদায়ে প্রায় ৫০ লাখ চিঠি সঙ্গে করেও নিয়ে যাওয়া হচ্ছে। দুদিন আগেই ৫০ লাখ চিঠির বান্ডিল এর ছবি দিয়ে তৃণমূলের প্রস্তুতির প্রমাণও দেন অভিষেক। ওই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।

রাজনীতি থেকে বিনোদন, সব খবরের আপডেট এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ গ্রুপ। লিঙ্ক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version