বিধানসভার পর পঞ্চায়েতে খারাপ ফল নিয়ে বিশ্লেষণ জেলা তৃণমূলের। কোচবিহারে যেসব জায়গায় শাসক দলের খারাপ ফল সেখানে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলীয় তরফে ব্যবস্থা নেওয়ার খবর সামনে এল। যেসব গ্রাম পঞ্চায়েতে খারাপ ফল করেছে সেসব অঞ্চলের অঞ্চল সভাপতিদের সরিয়ে দিতে শুরু করল কোচবিহার জেলা তৃণমূল। অন্তত ২০ টি গ্রাম পঞ্চায়েতে এধরনের রদবদল হচ্ছে বলে জানা গিয়েছে।
দলীয় সূত্রে খবর, তৃণমূলের অঞ্চল সভাপতি ও অঞ্চল চেয়ারম্যানদের যেমন সরিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি বিভিন্ন ব্লক কমিটিতেও করা হচ্ছে পরিবর্তন । বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটা জানালেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। পাশাপাশি, তিনি এদিন আরও অভিযোগ করে বলেন, ১০০ দিনের কাজ বন্ধ। মানুষ টাকা পাচ্ছে না। তাই কোচবিহার থেকে বেশি সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভিনরাজ্যে যাচ্ছে। ১০০ দিনের কাজের টাকার দাবিতে কোচবিহার থেকে ৫ লাখ আবেদন দিল্লিতে যাচ্ছে বলে জেলা তৃণমূল সভাপতির দাবি।
প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় বেশ কয়েকটি জায়গায় ফল ভালো হয়নি তৃণমূলের।কেন কমেছে ভোট ব্যাঙ্ক সেই নিয়ে অন্তর্তদন্তের পর পদক্ষেপ জেলা তৃণমূলের। উল্লেখ্য, ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৩ টি গ্রাম পঞ্চায়েত দখল করে BJP। বাকি ১০৫ টি গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল। বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। সামনে লোকসভা নির্বাচন। তাই তড়িঘড়ি যেসব গ্রাম পঞ্চায়েতে ফল খারাপ হয়েছে সেসব গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও চেয়ারম্যান বদল করতে শুরু করল তৃণমূল। পাশাপাশি দিনহাটা, তুফানগঞ্জ -১, কোচবিহার-১ ও কোচবিহার -২ ব্লকেও বেশ কিছু পরিবর্তন হবে বলে জেলা তৃণমূল সভাপতি জানিয়েছেন।
প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ থেকে বিশ্লেষণ, যে কোনও খবরের সবথেকে তাড়াতাড়ি আপডেট পেতে ফলো করুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন: https://bit.ly/eisamay-whatsapp-channel