পঞ্চায়েত নির্বাচনে জয়ের পরও আত্মসমীক্ষায় শাসক দল। যেসব অঞ্চল বা পঞ্চায়েতে আশানুরূপ ফল হয়নি সেখানে সংগঠনে সংস্কার শুরু করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে দুরন্ত ফলের পর পঞ্চায়েতে তৃণমূলের বেশ কিছু জায়গায় কমেছে ভোটের হার। সামনেই লোকসভা নির্বাচন।সেই প্রক্রিয়া শুরু আগেই পঞ্চায়েত ধরেই আত্মসমীক্ষায় জোড়াফুল শিবির। পঞ্চায়েত ভো কোচবিহার জেলায় সামনে এল এই উদ্যোগ।

Hooghly News : বর্তমান অনুপস্থিত, রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে প্রাক্তন TMC প্রধান! পাণ্ডুয়ায় ধুন্ধুমার
বিধানসভার পর পঞ্চায়েতে খারাপ ফল নিয়ে বিশ্লেষণ জেলা তৃণমূলের। কোচবিহারে যেসব জায়গায় শাসক দলের খারাপ ফল সেখানে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলীয় তরফে ব্যবস্থা নেওয়ার খবর সামনে এল। যেসব গ্রাম পঞ্চায়েতে খারাপ ফল করেছে সেসব অঞ্চলের অঞ্চল সভাপতিদের সরিয়ে দিতে শুরু করল কোচবিহার জেলা তৃণমূল। অন্তত ২০ টি গ্রাম পঞ্চায়েতে এধরনের রদবদল হচ্ছে বলে জানা গিয়েছে।

TMC Delhi Protest: দিল্লি অভিযানের জন্য আস্ত ট্রেন বুক তৃণমূলের, খরচ নিয়ে কটাক্ষ বিরোধীদের
দলীয় সূত্রে খবর, তৃণমূলের অঞ্চল সভাপতি ও অঞ্চল চেয়ারম্যানদের যেমন সরিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি বিভিন্ন ব্লক কমিটিতেও করা হচ্ছে পরিবর্তন । বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটা জানালেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। পাশাপাশি, তিনি এদিন আরও অভিযোগ করে বলেন, ১০০ দিনের কাজ বন্ধ। মানুষ টাকা পাচ্ছে না। তাই কোচবিহার থেকে বেশি সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভিনরাজ্যে যাচ্ছে। ১০০ দিনের কাজের টাকার দাবিতে কোচবিহার থেকে ৫ লাখ আবেদন দিল্লিতে যাচ্ছে বলে জেলা তৃণমূল সভাপতির দাবি।

BJP Protest : শালতোড়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষের বিরুদ্ধে হুংকার BJP কর্মীদের
প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় বেশ কয়েকটি জায়গায় ফল ভালো হয়নি তৃণমূলের।কেন কমেছে ভোট ব্যাঙ্ক সেই নিয়ে অন্তর্তদন্তের পর পদক্ষেপ জেলা তৃণমূলের। উল্লেখ্য, ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৩ টি গ্রাম পঞ্চায়েত দখল করে BJP। বাকি ১০৫ টি গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল। বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে হাড্ডাহাড্ডি লড়াইও হয়। সামনে লোকসভা নির্বাচন। তাই তড়িঘড়ি যেসব গ্রাম পঞ্চায়েতে ফল খারাপ হয়েছে সেসব গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও চেয়ারম্যান বদল করতে শুরু করল তৃণমূল। পাশাপাশি দিনহাটা, তুফানগঞ্জ -১, কোচবিহার-১ ও কোচবিহার -২ ব্লকেও বেশ কিছু পরিবর্তন হবে বলে জেলা তৃণমূল সভাপতি জানিয়েছেন।

Trending News: পাড়ার নাম বলতে লজ্জা পান স্থানীয়রা! প্রশাসনকে পাশে না পেয়ে চরম পদক্ষেপ
প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ থেকে বিশ্লেষণ, যে কোনও খবরের সবথেকে তাড়াতাড়ি আপডেট পেতে ফলো করুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন: https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version