এই সময়: বকেয়া সম্পত্তিকর আদায় করতে জরিমানা এবং সুদের উপর বিপুল ছাড় দিতে চলেছে কলকাতা পুরসভা। খুব তাড়াতাড়ি এই মর্মে নির্দেশিকা প্রকাশিত হবে বলে খবর।

হঠাৎ কেন এই পদক্ষেপ?

সম্পত্তিকর বাবদ ২০২৩-এর ১ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ৪৫১ কোটি টাকা জমা পড়েছে পুরসভার কোষাগারে। তবে, জুলাই মাসের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত সম্পত্তিকর বাবদ যে টাকা আদায় হওয়ার কথা ছিল, তা হয়নি। কারণ হিসেবে পুরকর্তারা জানাচ্ছেন, শহরের মাত্র ২৫ শতাংশ বাসিন্দা নির্দিষ্ট সময়ে সম্পত্তিকর জমা করেন। পুরসভার মোট রোজগারের ৮০ শতাংশই আসে সম্পত্তিকর থেকে। সে কথা মাথায় রেখে গত বছরের মতো এই বছরও কোষাগার ভরাতে সম্পত্তিকরে ছাড় দেওয়ার এই পরিকল্পনা।

Recruitment Scam : চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাতিল প্যানেল, কলকাতা পুরসভায় নিয়োগে অনিয়ম
কতটা ছাড় দেওয়া হবে?

পুরসভা সূত্রে খবর, ১০ বছরের বেশি সময় ধরে সম্পত্তিকর বকেয়া রেখেছেন, এমন করদাতাদের জরিমানায় ২৫ শতাংশ এবং সুদের উপর ৩০ শতাংশ ছাড় মিলবে। ৫-১০ বছর পর্যন্ত সম্পত্তিকর বকেয়া আছে, এমন করদাতারা জরিমানার উপর ৫০ এবং সুদের হারে ৩৫ শতাংশ ছাড় পাবেন। ২-৫ বছর পর্যন্ত সম্পত্তিকর বকেয়া থাকা করদাতারা জরিমানার উপর ৭৫ শতাংশ এবং সুদের হারে ৪৫ শতাংশ ছাড় পাবেন।

Kolkata Municipality : অনলাইন বিল্ডিং প্ল্যান বন্ধ হচ্ছে কলকাতা পুরসভায়
আবার, ২ বছরের কম সময় ধরে যে সব করদাতাদের সম্পত্তিকর বকেয়া, তাঁরা জরিমানায় ৯৯ শতাংশ এবং সুদের হারে ৫০ শতাংশ ছাড় পাবেন বলেই প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। একই সঙ্গে পুরসভার নির্দেশ, সম্পত্তিকর মূল্যায়ন বিভাগের আধিকারিকদের সপ্তাহে অন্তত তিন দিন সম্পত্তিকর মূল্যায়ন হয়নি, এমন বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে। সপ্তাহে দু’দিন যোগাযোগ করতে হবে সম্পত্তিকর বকেয়া রেখেছেন এমন করদাতাদের সঙ্গে।

সূত্রের খবর, এমনটাই সম্পত্তিকর মূল্যায়ন বিভাগের আধিকারিকদের জানিয়েছেন পুর কমিশনার বিনোদ কুমার। পুরসভার এক কর্তা জানান, বিপুল ছাড় দেওয়ার পরে অতীতে সম্পত্তিকর বাবদ মোটা টাকা ঘরে এসেছে। আশা করা যায়, এই বছরও সেটাই হবে।

Home Loan : হোমলোনের সুদে ভর্তুকি দেওয়ার ভাবনা কেন্দ্রের
কত ছাড়
১০ বছরের বেশি বকেয়া হলে জরিমানায় ২৫%, সুদের উপর ৩০%
৫-১০ বছর পর্যন্ত বকেয়ায় জরিমানায় ৫০%, সুদে ৩৫%
২-৫ বছর পর্যন্ত বকেয়া হলে জরিমানায় ৭৫%, সুদে ৪৫%
২ বছরের কম বকেয়ায় ৯৯%, সুদের ৫০%

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version