কলকাতার সমস্ত ফুটবলপ্রেমীদের জন্য আরও এক সুখবর। আইএসএল-এর পর এবার এএফসি কাপের ম্যাচও মিলবে বিশেষ মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেই কথা জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দর্শকদের নিশ্চিন্তে ম্যাচ উপভোগ করার বার্তাও দেওয়া হয়েছে মেট্রোর তরফে।

আজও সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এস জি ও মালদ্বীপের মেজিয়া স্পোর্টস ক্লাব। যাঁদের নিজস্ব গাড়ি আছে, তাঁরা সহজেই ম্যাচের পর বাড়ি ফিরতে পারেন। কিন্তু যাঁরা গণপরিবহণের ওপরে ভরসা করেন, তাঁদের রাতে বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেক্ষেত্রে এই পরিষেবা বিশেষ সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।
Kolkata Metro News Today : নতুন রূপে আসছে কলকাতা মেট্রো! থাকছে চার্জিং পোর্ট-কোভ লাইট, দেখুন ছবি
এদিন ম্যাচ শুরু হবে সন্ধ্যে সাড়ে ৭টায়। ম্যাচ শেষ হতে প্রায় সাড়ে ৯টা বাজবে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচের পর রাত ১০টায় সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে একটি মেট্রো ছাড়বে, যেটি রাত ১০টা ৭ মিনিট পৌঁছবে শিয়ালদা। যাত্রীদের ওঠা নামার জন্য এই ফুলবাগানে কিছুক্ষণ দাঁড়াবে মেট্রোটি। যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টারও খোলা থাকবে। যাঁরা শিয়ালদায় ফিরবেন, তাঁদের অতি অবশ্যই ওই মেট্রোটি ধরার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে আইএসএল ম্যাচের সঙ্গে আজকের বিশেষ পরিষেবার সময়সূচিতে পরিবর্তন রয়েছে।

আজকের বিশেষ মেট্রোর সময়সূচি

প্রসঙ্গত, এর আগে আইএসএল-এ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচের দিনগুলিতেও স্পেশাল পরিষেবা দিতে দেখা যায় কলকাতা মেট্রোকে। ফলে ওই দিলগুলিতেও ম্যাচের পর নিশ্চিন্তে বাড়ি ফিরতে পেরেছেন মানুষ। কারণ যাঁরা কলকাতার বাইরে থেকে ট্রেন পথে খেলা দেখতে এসেছিলেন, তাঁরা শিয়ালদা থেকে বাড়ি ফেরার ট্রেন ধরতে সুবিধা হয়েছিল।

Kolkata Metro Route : এবার ব্যারাকপুর ও বারুইপুরেও মেট্রো? ভবিষ্যতের রুট ম্যাপ জানিয়ে দিল কর্তৃপক্ষ
শুধুমাত্র ফুটবল ম্যাচই নয়, পুজোর কেনাকাটার জন্যও বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। আগামী ১৫ তারিখ পর্যন্ত প্রতি শনি ও রবিবার মিলবে এই বিশেষ পরিষেবা। ফলে পুজোর শপিংয়ের পর বাড়ি ফেরার ক্ষেত্রে আর সমস্যায় পড়তে হবে না আমজনতাকে। যদিও আজ ছুটির দিন হওয়ায় মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে পরিষেবার পরিমাণ কমানো হয়েছে। সেক্ষেত্রে এদিন উত্তর-দক্ষিণ করিডোরে ২৮৮টির পরিবর্তে ২৩৪টি মেট্রো চালানো হচ্ছে। আপ এবং ডাউন লাইনে চলবে ১১৭টি করে মেট্রো। যদিও প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিতই রাখা হয়েছে।

শহর কলকাতা তথা গোটা রাজ্য, দেশ এবং দুনিয়ার কোথায় কী ঘটছে জানতে ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version